একুশের প্রথম প্রহরে টরন্টোয় লুটেরা বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের আগে প্ল্যাকার্ড-পোস্টার হাতে নিয়ে অর্থপাচারকারী, লুটেরাদের বিরুদ্ধে ঘৃণা-প্রতিবাদ জানান তারা।
রেড হট তন্দুরির সামনে বেশ কিছুক্ষণ অবস্থান করে লুটেরা বিরোধী শ্লোগানও দেন মানববন্ধনকারীরা। অন্টারিও আওয়ামী লীগ সাংগঠনিকভাবে যুক্ত রয়েছে লুটেরা বিরোধী এই আন্দোলনে। মানববন্ধন শেষে অস্থায়ী শহীদ মিনারে শহীদদের শ্রদ্ধা জানান তারা।
শহীদ মিনারে আসা অধিকাংশ মানুষেরই চোখেমুখে এসময় ছিল লুটেরাদের বিরুদ্ধে প্রতিবাদ।
বিডি প্রতিদিন/হিমেল