আমেরিকায় প্রবীণতম প্রবাসী আব্দুল হাদি ১০৩ বছর বয়সে ২১ মার্চ রাত সাড়ে ৯টায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। নিউইয়র্ক সিটির ব্রুকলীনে স্ত্রীর সাথে বসবাসরত স›দ্বীপের গাছুয়া ইউনিয়নের সন্তান আব্দুল হাদি ৩ পুত্র এবং এক কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।
সন্দ্বীপ সোসাইটির বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান আলহাজ মাহফুজুল মাওলা নান্নু এ সংবাদদাতাকে পরিবারের উদ্ধৃতি দিয়ে জানান, কদিন থেকেই তিনি নিউমোনিয়ায় ভুগছিলেন। ২০ মার্চ মায়মনিডেস হাসপাতালের চিকিৎসকরা তাকে রিলিজ করলে অসুস্থ অবস্থায় বাসায় আনা হয়েছিল। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। এ সময় পরিবারের সদস্যরা পাশে ছিলেন বলে জানা গেছে।
সন্দ্বীপ এসোসিয়েশনের সাবেক সভাপতি নজরুল ইসলাম বাবুল জানান, ১৯৪৫ সালে জাহাজযোগে যুক্তরাষ্ট্র্রে এসেছিলেন আব্দুল হাদি। নির্মাণ ব্যবসায়ী হিসেবে তার খ্যাতি রয়েছে। তার পথ ধরে স›দ্বীপ তথা চট্টগ্রাম অঞ্চলের শত শত প্রবাসী পরবর্তীতে নির্মাণ ব্যবসায় উদ্বুদ্ধ হন। স্বল্পভাষী আব্দুল হাদি ২৫ বছর বয়সে যুক্তরাষ্ট্রে এসে ম্যানহাটানে করাচি-পাকিস্তান রেস্টুরেন্ট খন্ডকালীন কাজ করতেন। জীবনের শেষ দিন পর্যন্ত তিনি প্রবাসীদের প্রিয় একজন হিসেবে সর্বত্র সম্মানীত হয়েছেন বলে জানান যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সেক্রেটারি মো. আব্দুল কাদের মিয়া। তার মৃত্যু সংবাদে বিভিন্ন শ্রেণি-পেশার প্রবাসীরা গভীর শোক প্রকাশ করেছেন।
সর্বশেষ তথ্য অনুযায়ী, তাকে নিউইয়র্কে সন্দ্বীপ সোসাইটির নিজস্ব কবরস্থানে দাফনের প্রস্তুতি চলছে। করোনাজনিত কারণে নিউইয়র্কে বিশেষ জরুরি অবস্থা থাকায় কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে জানাযা ও দাফনের কর্মসূচি জানানো হবে বলে পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে।
বিডি প্রতিদিন/আল আমীন