৩ এপ্রিল, ২০২০ ০০:৩৮

করোনা সচেতনতায় কাতারে ড্রোন ব্যবহার

আমিন ব্যাপারী, কাতার

করোনা সচেতনতায় কাতারে ড্রোন ব্যবহার

করোনাভাইরাস সম্পর্কে বাসিন্দাদের সচেতনা করতে ড্রোন ব্যবহারের মাধ্যমে একটি সচেতনামূলক প্রচারণা শুরু করেছে মধ্যপ্রাচ্যের কাতার। লাউডস্পিকারযুক্ত ড্রোনগুলো দেশের বিভিন্নস্থানে সচেতনামূলক বার্তা প্রচার করবে।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যাগে বার্তায় করোনাভাইরাস ছড়িয়ে দেওয়া সীমাবদ্ধ করার জন্য সুরক্ষা ব্যবস্থাগুলো মেনে চলার গুরুত্ব অন্তর্ভুক্ত করা হয়েছে। বাসিন্দাদের বাড়িতে থাকার জন্য এবং বিল্ডিংয়ের ছাদে সমাবেশ না করার জন্য অনুরোধ করা হচ্ছে।

বাংলা, ইংরেজি, উর্দু, হিন্দি, নেপালিসহ বিভিন্ন ভাষায় সচেতনতা সৃষ্টি করতে বিভিন্ন সম্প্রদায়ের সদস্যদের জানানো হচ্ছে।

এখন পর্যন্ত কাতারে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৮৩৫ জন। তাদের মধ্যে দুই বাংলাদেশির মৃত্যু হয়েছে।


বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর