করোনা সংকট শুরু হওয়ার পর মানবিক দিক বিবেচনা করে ফ্রান্সে বসবাসরত বিভিন্ন দেশের অনিয়মিত সকল অভিবাসীদের নিয়মিতকরণের দাবিতে বিক্ষোভে উত্তাল ফ্রান্সের রাজধানী প্যারিস। আজ শনিবার প্যারিসের রাজপথে প্রায় দুই শতাধিক সামাজিক সংস্থার যৌথ উদ্যোগে আয়োজিত এ গণআন্দোলনে অংশ নিয়েছেন ফ্রান্সে বসবাসরত হাজার হাজার অভিবাসী।
মুহুর্মুহু শ্লোগানে মুখরিত হয়ে প্যারিসের প্লাস দো লা নেশন এলাকা থেকে হাতে নানা রকম ব্যানার এবং শ্লোগান লেখা ফেস্টুন নিয়ে বিক্ষোভকারীদের এ আন্দোলনের মিছিলগুলো নগরীর বেশ কয়েকটি রাস্তা প্রদক্ষিণ করে স্ট্যালিনগ্রাডে গিয়ে শেষ হয়। এই সময়ে আন্দোলনকে ঘিরে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয় এবং বিশালা মিছিলকে নিরাপত্তা বলয় তৈরি করে এগিয়ে নিয়ে যায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
আন্দোলনকারী সংঘঠনের নেতারা অনিয়মিত অভিবাসীদের নিয়মিতকরণের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান এবং এই দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। ফরাসী, ইউরোপ, আফ্রিকা, আরব ও অন্যান্য দেশের অভিবাসীদের সাথে সাথে অনেক বাংলাদেশি সংগঠন ও ব্যক্তি এ আন্দোলনে অংশ নেন এবং বাংলাদেশ কমিউনিটি ইন ফ্রান্স (বিসিএফ) এর ভাইস প্রেসিডেন্ট নয়ন এনকে এ আন্দোলনে এশিয়া অঞ্চলের সমন্বয়ক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
সমাবেশে বাংলাদেশ কমিউনিটির সংগঠনগুলোর মধ্যে বাংলাদেশি কমিউনিটি ইন ফ্রান্স (বিসিএফ), ফ্রান্সে বাংলাদেশি শ্রমিক গ্রুপ, ইপিএস কমিউনিটি ইন ফ্রান্স,ফ্রসেঁ আভেক রাব্বানী, বরিশাল বিভাগীয় কমিউনিটি, বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধাসহ বিভিন্ন সংগঠন ও প্রবাসীরা অংশগ্রহণ করেন।
আন্দোলনে অংশগ্রহণকারী বাংলাদেশিরা বলেন, শুধুমাত্র অনিয়মিত হওয়ার কারণে তাদের সহজে কাজ পেতে সমস্যা হয়, বিভিন্ন ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হন এমনকি বেতন বৈষম্যেরও শিকার হন। ফ্রান্স সরকার হাজারো অভিবাসীর এ আকুল দাবী দ্রুত সময়ে মেনে নেয়ার আকুতি জানান আন্দোলনকারীরা।
বিডি-প্রতিদিন/শফিক