বাংলাদেশসহ ২৭টি দেশের শিক্ষার্থীদের নিয়ে মালয়েশিয়ার ব্রাইটন ইন্টারন্যাশনাল স্কুলের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার কুয়ালালামপুরের একটি পাঁচ তারকা হোটেলের কনভেনশান সেন্টারে এ সমাবর্তন অনুষ্ঠান উদ্বোধন করেন জিওমেটিকা এডুকেশন গ্রুপের চেয়ারম্যান প্রফেসর ডক্টর মোহাইজি মোহাম্মাদ ও ব্রাইটন ইন্টারন্যাশনাল স্কুলের প্রতিষ্ঠাতা ও সিইও এসোসিয়েট প্রফেসর মমিনুল ইসলাম মমিন।
এ বছর মোট ২৭ দেশের ১৫৩ জন শিক্ষার্থী এ সমাবর্তনে অংশ নেয়ার সুযোগ পান। করোনা সংক্রমনের মধ্যে সম্পূর্ণ সামাজিক দুরত্ব বজায় রেখে এবারের সমাবর্তন অনুষ্ঠিত হয়।
এ সময় প্রতিষ্ঠানের অধ্যক্ষ ডেরিক, উপাধ্যক্ষ ডক্টর মাহমুদ উপস্থিত ছিলেন। ছিলেন লিবিয়া, সুদান, সোমালিয়া, উজবেকিস্থানন, ইরান ও কোরিয়াসহ বেশ কয়েকটি দূতাবাসের প্রতিনিধিরাও।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ