দীর্ঘদিন পর করোনাভাইরাস থেকে পর্তুগালের পরিস্থিতি ধীরে ধীরে অনেকটাই স্বাভাবিক হয়ে আসছে। তাই প্রবাসীদের মাঝে ঈদ পরবর্তী আনন্দকে ভাগাভাগি করে নিতে দাগনভূঞা প্রবাসী ফোরাম পর্তুগাল শাখার উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। পর্তুগালের লিসবনের বাঙালি অধ্যুষিত মাতৃ মনিজের টেস্ট অব লিসবন রেস্টুরেন্টে এটি অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি মোহাম্মাদ ইলিয়াছ বাবুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল শিপন ও কোষাধ্যক্ষ মোহাম্মদ আরিফুল হকের যৌথ পরিচালনায় শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন গোলাপ হোসাইন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামিক সেন্টারের সভাপতি রানা তসলিম উদ্দিন, কমিউনিটির প্রবীণ ব্যক্তিত্ব অলিউর রহমান চৌধুরী, জহিরুল আলম, জামাল ফকির, রাজিব আল মামুন ও রনি হোসাইন প্রমুখ।
বক্তারা বলেন, দশের লাঠি একের বোঝা, জোট বাঁধিলে সবি সোজা। এই শ্লোগান সামনে রেখে পুরো বিশ্বে প্রবাসী দাগনভূঞাবাসীকে একই প্ল্যাটফর্মে করতে এমন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রবাসীদের বিভিন্ন সমস্যা সমাধানে প্রবাসীদের উন্নয়নসহ নানামুখী কল্যাণ কাজের জন্য এমন সংগঠন গড়ে তোলা হয়েছে।
এছাড়া বক্তব্য রাখেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক রবিউল আলম, প্রচার সম্পাদক দীন মোহাম্মদ, শ্রম সম্পাদক সুজন চৌধুরী, ত্রাণ সম্পাদক জিয়াউর রহমান, সহ-ক্রীড়া সম্পাদক ইউনুস নাহিদ। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন নির্বাহী সদস্য নাহিদ ইউনুস।
বিডি প্রতিদিন/এমআই