২৩ নভেম্বর, ২০২০ ২২:৫২

জর্দান রাষ্ট্রদূতের সঙ্গে ড. ইউসেফ বাতাইনের সাক্ষাৎ

অনলাইন ডেস্ক

জর্দান রাষ্ট্রদূতের সঙ্গে ড. ইউসেফ বাতাইনের সাক্ষাৎ

রাষ্ট্রদূত নাহিদা সোবহান ও ড. ইউসেফ বাতাইন

জর্দানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নাহিদা সোবহান জর্দানের নবনিযুক্ত পররাষ্ট্র সচিব ড. ইউসেফ বাতাইনের সাথে সম্প্রতি এক সৌজন্য সাক্ষাৎ করেছেন। রাষ্ট্রদূত নাহিদা বাংলাদেশের সাথে জর্দানের চমৎকার সম্পর্ক রয়েছে বলে উল্লেখ করেন।

তিনি বলেন, বিদেশি বিনিয়োগকারীদের নজর এখন বাংলাদেশের দিকে রয়েছে। রাজনৈতিক পরিবেশ, দক্ষ শ্রম ব্যবস্থা, অনুকুল আবহাওয়ার কারণে বাংলাদেশ এখন ব্যবসার জন্য উপযুক্ত। তিনি জর্দানের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান। রাষ্ট্রদূত নাহিদা উভয় দেশের ব্যবসায়ী নেতাদের মধ্যে বৈঠক, বিনিয়োগ ও বাণিজ্য জোরদার করার বিষয়টি পররাষ্ট্র সচিবের বরাবরে তুলে ধরেন।

নবনিযুক্ত জর্দানের পররাষ্ট্র সচিব ড. ইউসেফ বাতাইন বাংলাদেশের রাষ্ট্রদূতের সার্বিক কর্মকাণ্ডের প্রশংসা করেন। তিনি উভয় দেশের সম্পর্ক আরও যাতে সুদৃঢ় হয় তার জন্য চেষ্টা চালাবেন বলে অভিমত ব্যক্ত করেন।

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর