কাতারে স্বল্প মূল্যে প্রবাসীদের নিত্য প্রয়োজনীয় পণ্য পৌঁছে দেওয়ার লক্ষ্যে মদিনা খলিফা সুমালিয়ায় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে সুপার গ্রে ট্রেডিং সুপার মার্কেট।
কমিউনিটি নেতা মোহাম্মদ ইসমাইল মনসুর, মোহাম্মদ নাছেরকে সঙ্গে নিয়ে ফিতা কেটে উদ্বোধন করেন বাংলাদেশি স্বত্বাধিকারী মোঃ তৈয়ব।
এ সময় উপস্থিত ছিলেন জাকারিয়া চৌধুরী, আইনুল কবির বাবু, বাবুল গাজী, খোরশেদ, ইয়াছিন, নেছার, জাহাঙ্গীরসহ অনেকেই। পরে প্রতিষ্ঠানের মঙ্গল কামনা করে দোয়া করা হয়।
এ সময় বাংলাদেশি স্বত্বাধিকারী মোঃ তৈয়ব সবার দোয়া ও সহযোগিতা চেয়েছেন। সেই সাথে প্রবাসী বাংলাদেশীদের কম মূল্যে নিত্য প্রয়োজনীয় জিনিস তুলে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন