বাংলাদেশে যাওয়ার পর কোয়ারেন্টাইন শিথিল করার উদ্যোগ নিতে দূতাবাসে স্মারকলিপি দিয়েছেন বেলজিয়াম প্রবাসী বাংলাদেশিরা। বর্তমানে প্রত্যেক প্রবাসীকে বাধ্যতামূলক ১৪ দিন নিজ খরচে হোটেল কোয়ারেন্টাইনে থাকতে হচ্ছে।
স্মারকলিপিতে বলা হয়েছে, জীবিকার তাগিদে একজন বেলজিয়াম প্রবাসীকে দেশে যাওয়ার পর এক মাসের বেশি থাকা সম্ভব হয়ে উঠে না। কিন্তু এর মধ্যে যদি ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকতে হয়, তাহলে ছুটির পুরো সময়টা চলে যাবার পাশাপাশি বিপুল টাকা ব্যয় হয়ে যায়। এটা আমাদের জন্য খুবই সমস্যা হয়ে দাঁড়িয়েছে।
বিষয়টিকে অযৌক্তিক উল্লেখ করে, যেসব প্রবাসী করোনার টিকার দুটি ডোজ নিয়েছেন এবং টেস্ট করার পর যাদের করোনা নেগেটিভ, তাদের জন্য কোয়ারেন্টাইন শিথিল করতে দূতাবাসের মাধ্যমে বাংলাদেশ সরকারকে অনুরোধ জানানো হয়েছে।
উল্লেখ্য, ব্যবসা-বাণিজ্য, উচ্চশিক্ষাসহ বিভিন্ন পেশায় বাংলাদেশিরা ইউরোপের দেশ বেলজিয়ামে বসবাস করছেন।
বেলজিয়ামের ভারভিয়াস শহরের ব্যবসায়ী চয়ন রায় বলেন, আমাদের ১৪ দিন বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকতে হবে বলা হয়েছে। গত দেড় বছর যাবত দেশে যেতে প্রতিবন্ধকতার মুখে পড়েছি আমরা। এ অবস্থায় আর্থিক ক্ষতির সম্মুখীন হওয়ার পাশাপাশি আত্মীয়-স্বজনের দেখা না পেয়ে মানসিকভাবে ভেঙে পড়েছেন অনেক প্রবাসী।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ