দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেই ১ সেপ্টেম্বর বিপুল সংখ্যক নেতা-কর্মীর উপস্থিতিতে দলের প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশ করলো যুক্তরাষ্ট্র বিএনপি। নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে আয়োচজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন বিএনপির অন্যতম সহ-সভাপতি ও মূলধারার রাজনীতিক গিয়াস আহমেদ।
যুবদলের কেন্দ্রীয় কমিটির সহকারি আন্তর্জাতিক সম্পাদক এম এ বাতিনের সঞ্চালনায় এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং জাসাসের সেক্রেটারি চিত্রনায়ক হেলাল খান। সমাবেশে বক্তব্য দেন জাসাস কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক গোলাম ফারুক শাহীন, যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা বাবরউদ্দিন, যুক্তরাষ্ট্র জাসাসের সভাপতি আবু তাহের এবং সেক্রেটারি কাওসার আহমেদ, নিউইয়র্ক স্টেট বিএনপির নেতা আলহাজ্ব মাহফুজুল মাওলা নান্নু, সাঈদুর রহমান সাঈদ, সৈয়দ এম রেজা, যুক্তরাষ্ট্র শ্রমিক দলের সভাপতি জাহাঙ্গির এম আলম, সিনিয়র সহ-সভাপতি মোস্তাক আহমেদ, ব্রুকলিন বিএনপির সভাপতি আনোয়ার হোসেন এবং সেক্রেটারি জাহাঙ্গির সোহরাওয়ার্দি, আরাফাত রহমান কোকো স্মৃতি পরিষদের সভাপতি শাহাদৎ হোসেন রাজু, জাসাসের কেন্দ্রীয় নেতা ইঞ্জিনিয়ার সায়েম, বিএনপি নেতা শামীম আহমেদ, দেওয়ান কাউসার, মেহরাব রাজা চৌধুরী, জাকারিয়া অপু, ফারহান আহমেদ, জাবেদ উদ্দিন, রিয়াজ মাহমুদ, হোসেন আহমেদ. রুহেলুজ্জামান প্রমুখ।
প্রধান বক্তা যুক্তরাষ্ট্র বিএনপির সাধারণ সম্পাদক মোস্তফা কামাল পাশা বাবুল সকলকে ভেদাভেদ ভুলে এক কাতারে সামিল হয়ে কঠিন আন্দোলনের প্রস্তুতি গ্রহণের আহবান জানিয়েছেন। সভাপতির সমাপনী বক্তব্যে গিয়াস আহমেদ বলেন, বাংলাদেশের গণতন্ত্রকে মুক্ত করতে আবারও বিএনপির নেতা-কর্মীদের রাজপথে আন্দোলন এবং আন্তর্জাতিক অঙ্গনে লবিং জোরদার করতে হবে।
বিডি প্রতিদিন/ফারজানা