২৩ অক্টোবর, ২০২১ ১৪:৫২

সম্প্রীতি ও সৌহার্দের আহবান সিডনির ক্যাম্বেলটাউন বাংলা স্কুলের

নাইম আবদুল্লাহ, অস্ট্রেলিয়া

সম্প্রীতি ও সৌহার্দের আহবান সিডনির ক্যাম্বেলটাউন বাংলা স্কুলের

অস্ট্রেলিয়ার সিডনিতে ক্যাম্বেলটাউন বাংলা স্কুলের শিক্ষার্থী ও সদস্যরা সম্প্রতি বাংলাদেশে সনাতন ধর্মালম্বীদের মন্দির ভাংচুর, দোকানপাটে অগ্নিসংযোগ, লুটপাট ও নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন করেছেন। পাসফিল্ড পার্কে স্থানীয় সময় ২৩ অক্টোবর বিকেলে আয়োজিত এই কর্মসূচিতে সাম্প্রদায়িকতা বিরোধী ও সম্প্রীতির পক্ষে বিভিন্ন প্ল্যাকার্ড প্রদর্শিত হয়।

প্রায় ৪০ মিনিট স্থায়ী এই প্রতীকী প্রতিবাদে শান্তি, সম্প্রীতি, সৌহার্দ ও অসাম্প্রদায়িক মানবিক মূল্যবোধের পক্ষে দৃঢ় শপথ উচ্চারিত হয়। আয়োজকরা জানান, ক্যাম্বেলটাউন বাংলা স্কুল সব মানুষের সমমর্যাদা ও সমঅধিকারে বিশ্বাসী। আর তাই সম্প্রতি বাংলাদেশে ঘটে যাওয়া এই অপ্রীতিকর ঘটনার প্রতিবাদে গভীর সহানুভূতি ও সহমর্মিতা প্রকাশ করছি।

বাংলাদেশে সব ধর্ম ও জাতিগোষ্ঠী একে অপরের সাথে মিলে মিশে শান্তিতে সহাবস্থান করবে এই প্রত্যাশা জানিয়ে এই শান্তিপূর্ণ মানববন্ধন শেষ হয়।

উল্লেখ্য, ক্যাম্বেলটাউন বাংলা স্কুল ধর্ম বর্ণ নির্বিশেষে সব বাংলা ভাষাভাষীর জন্য প্রতি রবিবার উন্মুক্ত থাকে।

বিডি প্রতিদিন/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর