৮ আগস্ট, ২০২২ ১৮:৪৩

কুয়েতে বঙ্গমাতার জন্মবার্ষিকী উদযাপন

অনলাইন ডেস্ক

কুয়েতে বঙ্গমাতার জন্মবার্ষিকী উদযাপন

কুয়েতে বঙ্গমাতার জন্মবার্ষিকী উদযাপন

কুয়েতে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯২তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে।

আজ সোমবার সকালে দূতাবাসে বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিবের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান। সে সময় দূতাবাসের কর্মকর্তা-কর্মচারী ও প্রবাসীরা উপস্থিত ছিলেন।   

তখন বঙ্গমাতাসহ তার পরিবারের শহিদ সদস্যদের আত্মার শান্তি ও মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরে আলোচনা সভার আয়োজন করা হয় দূতাবাসের মাল্টিপারপাস হলে। 

অনুষ্ঠানে দূতালয় প্রধান ও প্রথম সচিব নিয়াজ মুর্শেদ, কাউন্সিলর শ্রম মোহাম্মদ আবুল হোসেন, কাউন্সিলর ইকবাল আক্তার, দূতাবাসের অন্য কর্মকর্তা-কর্মচারী, সংবাদকর্মীসহ  প্রবাসীরা উপস্থিত ছিলেন।

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর