ফেসবুকে পোস্ট দিয়ে কুয়েতে এক বাংলাদেশির আত্মহত্যার অভিযোগ পাওয়া গেছে। বুধবার দিবাগত রাতের কোনো এক সময়ে দেশটির অফরা অঞ্চলে গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেন বলে ধারণা করা হচ্ছে।
নিহতের নাম মোহাম্মদ রাফি ইসলাম। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরের শহরের ফুলবাড়িয়া এলাকার ফারুক মিয়ার ছেলে।
খবর পেয়ে স্থানীয় আইন শৃঙ্খলা-বাহিনী তার মরদেহ উদ্ধার করে। মরদেহ কুয়েতের ফরওয়ানিয়ার সরকারি হাসপাতালের হিমাগারে রাখা হয়েছে।
তার সহকর্মীরা এই খবর নিশ্চিত করে জানান, চলতি বছরের মার্চ মাসে কুয়েতের কৃষি অঞ্চল অফরায় যান রাফি। তিনি তার ফেসবুকে ‘মুক্তির পথে যাত্রী হলাম, মানসিক শান্তির খুব অভাব’ লিখে একটি পোস্ট করেন। এরপর তার ফাঁস দেওয়ার ঘটনা ঘটে।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ