১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে সিঙ্গাপুর আওয়ামী লীগের আয়োজনে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় সময় সন্ধ্যা সাতটায় স্থানীয় একটি রেষ্টুরেন্টে সিঙ্গাপুর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলেক হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আলী রহমত জয়ের পরিচালনায় অনুষ্ঠিত হয় এই দোয়া মাহফিল। সিঙ্গাপুর আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উক্ত সভায় উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ১৫ আগস্টের কালোরাতে নিহত সকলের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন সিঙ্গাপুর আওয়ামী লীগের সহ-সভাপতি মীর মাহবুবর রহমান।
আলোচনা সভায় বক্তারা বঙ্গবন্ধুর জীবনী নিয়ে আলোচনা করেন। তারা বলেন, বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে বাংলাদেশকে পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র করা হয়েছিল। বক্তারা এসময় ১৫ আগস্টের শোককে শক্তিতে রুপান্তরিত করে বঙ্গবন্ধুর সঠিক আদর্শ ও সোনার বাংলা বিনির্মাণে জননেত্রী শেখ হাসিনাকে সহযোগীতার আহ্বান জানান।
বিডি-প্রতিদিন/শফিক