কাতারে বিশ্বকাপ উপলক্ষে প্রতিনিয়ত আইন কানুন পরিবর্তন হচ্ছে দেশটিতে। আর কেউ আইন অমান্য করলে গুনতে হবে জেল জরিমানা।
দোহা মিউনিসিপালিটির আয়োজনে গতকাল মনসুরা কনফারেন্স রুমে বাংলাদেশ কমিউনিটির সাথে এক সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মূলত পরিষ্কার পরিচ্ছন্নতা ও নগর সৌন্দর্য বিষয়ক করনীয় এবং বর্জনীয়তা বিষয় আলোচনায় উঠে আসে।
অনুষ্ঠানে কাতার পৌরসভার উর্ধ্বতন কর্মকর্তা, বাংলাদেশ কমিউনিটির সভাপতি ইঞ্জিনিয়ার আনোয়ার হোসেন আকন ও বাংলা অনুবাদক শিক্ষক তাফসির উদ্দীনসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃত্ব উপস্থিত ছিলেন
যেমন নির্দিষ্ট স্থান ব্যতীত পার্কিং না করা, ব্যবহার অনুপযোগী পরিত্যক্ত নির্মাণসামগ্রীর ডাস্টবিনে রাখা, নকশার বহির্ভূত ছাদে কিংবা রুমে পার্টিশন তৈরি না করা, রাস্তা থেকে দেখা যায় এমন জায়গায় কাপড় চোপড় ঝুলিয়ে রাখা নিষিদ্ধ, পার্কিং করা গাড়িকে ৩-৪ দিন অন্তর অন্তর পরিস্কার করা, তাছাড়াও মালবাহী ট্রাক ও লরী নির্দিষ্ট পার্কিংয়ের বাহিরে রাখলে মোটা অংকের জরিমানার সম্মুখীন হতে হবে। এছাড়া যে কোন প্রয়োজনে মন্ত্রণালয়ের ১৮৪ নাম্বারে কল করার আহবান জানানো হয়।
বিডি প্রতিদিন/হিমেল