১৭ জানুয়ারি, ২০২৩ ০২:০৪

কুয়েতে বঙ্গবন্ধুর ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন

অনলাইন ডেস্ক

কুয়েতে বঙ্গবন্ধুর ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন

কুয়েতে উদযাপিত হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস। দিবসটি উপলক্ষে বাংলাদেশ আওয়ামী যুবলীগ কুয়েত শাখার উদ্যোগে গত ১৩ জানুয়ারি রাতে কুয়েত সিটির রাজধানী হোটেলে একটি আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন যুবলীগ কুয়েত শাখার সভাপতি শহিদুল ইসলাম শহীদ। সঞ্চালনায় ছিলেন ইমাম হোসেন। প্রধান অতিথি ‍হিসেবে উপস্থিত ছিলেন কুয়েত আওয়ামী লীগের সভাপতি হোসেন আহমেদ আজিজ। এছাড়া বিশেষ অতিথি ছিলেন সহ-সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক মো. হানিফ মিয়া, আব্দুল খালেক ও স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আলাউদ্দিন আলা।

উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন কুয়েতের সভাপতি জাহাঙ্গীর খান পলাশ ও বাংলাদেশ প্রেসক্লাব কুয়েতের সভাপতি মঈন উদ্দিন সরকার সুমন। এছাড়া মেহেদী হাসান, লুতফুর রহমান গাজী, এম মনসুর টিপু, মেহেদী, আসিক, রানা, সালমান, শাহাদাত ও মারুফসহ আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা জাতির পিতার স্বদেশ প্রত্যাবর্তন দিবসের তাৎপর্য তুলে ধরেন। সেই সঙ্গে দেশের উন্নয়নে সবাইকে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে আওয়ামী লীগ সরকারকে আবারও ক্ষমতায় আনতে একযোগে কাজ করার আহ্বান জানান।

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর