মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল করেছে কাতার আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটি। গতকাল দোহার স্থানীয় একটি হোটেলে বোরহান উদ্দিন শরিফ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাষ্ট্রদূত মোঃ নজরুল ইসলাম।
বদরুল আলম ও বোরহান উদ্দিন মোল্লার যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন শফিকুল কাদের, শফিকুল ইসলাম তালুকদার বাবু, ইঞ্জিনিয়ার আবু রায়হান, মোহাম্মদ শাহ জাহান, জালাল আহমেদ সিআইপি, কফিল উদ্দিনসহ অন্যান্যরা।
নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ও বঙ্গবন্ধুর আদর্শ তুলে ধরার পাশাপাশি দেশের উন্নয়নে প্রবাসীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান রাষ্ট্রদূত নজরুল ইসলাম।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ