ফ্রান্সে বসবাসরত বাংলাদেশিদের সম্মানে প্যারিস-বাংলা প্রেস ক্লাবের উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের সভাপতি শাহ সুহেল আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাসেল আহমেদের সঞ্চালনায় ইফতার পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ ফ্রান্স শাখার সভাপতি এম. এ কাশেম।
অনুষ্ঠানে অতিথি ছিলেন প্যারিসের যুব কাউন্সিলর ও সলিডারিতে আঁজি ফ্রঁস (সাফ)’র প্রেসিডেন্ট নয়ন এনকে, ফ্রান্স আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দিলওয়ার হোসেন কয়েস, সহসভাপতি মো. আবুল কাশেম, ফ্রান্স-বাংলাদেশ বিজনেস ফোরামের সাধারণ সম্পাদক শুভ্রত ভট্টাচার্য শুভ, প্রেস ক্লাব ফ্রান্সের সাবেক সভাপতি এনায়েত হোসেন সোহেল, ফ্রান্স আওয়ামীলীগের সাংগঠনিক সেলিম ওয়াদা সেলু, ফ্রান্স বিএনপির সহ সভাপতি রুহুল আমিন আব্দুল্লাহ, বৃহত্তর কুমিল্লা সমিতির সভাপতি শাহিন আরমান চৌধুরী, ফ্রান্স বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি ফেরদৌস করিম আখঞ্জি, সাধারণ সম্পাদক মোসাদ্দেক হোসেন সাইফুল, ফ্রান্স বাংলা প্রেস ক্লাবের সভাপতি দেবেশ বড়ুয়া, সিনিয়র সহ সভাপতি অধ্যাপক অপু আলম, সময় টিভির প্রতিনিধি লুৎফুর রহমান বাবু, ইউরোবিডি নিউজ২৪ডটকম’র সম্পাদক ইমরান মাহমুদ, বাংলা অটো স্কুলের পরিচালক হোসেন সালাম রহমান, বাংলাদেশ কালচারাল ফোরামের আহ্বায়ক শাহ আলম মায়া, জালালাবাদ অ্যাসোসিয়েশন ফ্রান্সের সাধারণ সম্পাদক আলী হোসেন, সিলেট শাহজালাল স্পোর্টিং ক্লাবের সভাপতি ফয়সল উদ্দিন, সাধারণ সম্পাদক অমিত চৌধুরী, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গোলাম মাহমুদ আজম, সাধারণ সম্পাদক এম.আলী চৌধুরী, এস.এ ওয়ার্ল্ডের পরিচালক সাব্বির আহমদ, প্রবাসী অধিকার পরিষদের সভাপতি ফয়ছল মাহমুদ, লিগ্যাল এইডের পরিচালক আজাদ মিয়া, সাংবাদিক সুফিয়ান আহমদ, সাংবাদিক তাজ উদ্দিন, নরসিংদী সমিতির সভাপতি আলী আযম খান, বিডি ফার্নিচারের পরিচালক এম. সেলিম রেজা, বরিশাল বিভাগ সমিতির সাবেক সভাপতি মোতালেব খান, ক্লাবের সাবেক আহ্বায়ক ও এনটিভি ফ্রান্সের প্রতিনিধি আবুল কালাম মামুন ,শাবুল আহমেদ, সহ সভাপতি ইকবাল মোহাম্মদ জাফর , জামিল আহমদ সাহেদ, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোহাম্মদ হাফিজুর রহমান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ইয়াকুব আলী প্রধান, সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শিব্বির, সহ ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সাহেদ আহমদ, সদস্য মনির মোল্লা প্রমুখ।অনুষ্ঠানে বক্তারা বলেন, সাংবাদিকদের লেখনির মাধ্যমে সমাজের নানা অসঙ্গতি, অনিয়ম দুর্নীতি, দুর্ভোগের চিত্র যেমন ফুটে ওঠে তেমনি তাদের লেখনিতে মানুষের সাফল্য, সম্ভাবনা ও প্রত্যাশার কথা উঠে আসে, যা দেশ-জাতির উন্নয়নের পাশাপাশি মানুষের কল্যাণে একটি রাষ্ট্রের সহায়ক শক্তি হিসেবে কাজ করে।
বিডিপ্রতিদিন/কবিরুল