প্রবাসী খেলোয়াড় ও সমর্থকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কাতারে ব্রাহ্মণবাড়িয়া ফ্রেন্ডস ক্লাবের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল দোহার একটি হোটেলে আলোচনা সভা ও জার্সি উন্মোচন করা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া ফ্রেন্ডস ক্লাবের টিম ম্যানেজার তরুণ ব্যবসায়ী সোহাগ আহমেদের সভাপতিত্বে ও সাংবাদিক আমিন ব্যাপারীর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়ায় জন্ম নেওয়া বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর শ্রম মোহাম্মদ মাশহুদুল কবির। বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে বাংলাদেশ কমিউনিটির সভাপতি প্রকৌশলী আনোয়ার হোসেন আকন, অধ্যাপক আমিনুল হক, ব্রাহ্মণবাড়িয়া প্রবাসীকল্যাণ ঐক্য পরিষদের সভাপতি জাসিম উদ্দিন দুলাল ও শিক্ষক মোহাম্মদ তাফসির উদ্দিন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দলের অধিনায়ক বোরহান উদ্দিন, ব্যবসাী আবুল বাসার, তিতাস ক্লাবের সভাপতি মাহবুবুর রহমান, বাবুল মেম্বার, মাহফুজুর রহমান, আরাফাত খান, জাবেদ আহমেদ জয়, এনামুল,অবি, আসিফ, আরিফ, হিমেল, বিন সাইফ, সাজিদ, আরিয়ান, আল আমিন, আরফি খান, মোহাম্মদ বোরহান, রিয়াতসহ অন্যন্যারা খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।
প্রবাসে কর্মব্যস্ত জীবনে শরীর ও মনকে সুস্থ রাখতে খেলাধুলার বিকল্প নেই। তাই দেশের সুনাম অক্ষুন্ন রেখে বিদেশের মাটিতে খেলাধুলার মাধ্যমে তরুণদের ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানান অতিথিরা।
বিডি প্রতিদিন/আরাফাত