কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নজরুল ইসলামের সঙ্গে সৌজন্যে সাক্ষাৎ ও মতবিনিময় করেছে কাতার বিএনপি নেতারা।
গতকাল কাতার বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল হক সাজুর নেতৃত্বে এসময় উপস্থিত ছিলেন কাতার বিএনপির সহ-সভাপতি যথাক্রমে ইসমাইল মনসুর, হাবিবুর রহমান, আব্বাস উদ্দিন, জসিম উদ্দিনসহ বিভিন্ন শাখার নেতাকর্মীরা।
আওয়ামী লীগ সরকার পতনের পর ১৭ বছর পর এই প্রথম আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ করেন বিএনপির নেতারা। সেই সঙ্গে প্রবাসীদের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন দাবি তুলে ধরার পাশাপাশি শ্রমিকদের কল্যাণে দূতাবাসের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন কাতার বিএনপি।
বিডি প্রতিদিন/আরাফাত
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        