বিমানের প্যারিস-ঢাকা ফ্লাইট পুনরায় চালুর দাবি জানিয়েছেন ফ্রান্সের প্রবাসী বাংলাদেশিরা। “ফ্রান্স দর্পণ ” সংলাপে অংশ নিয়ে দেশটির বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এ দাবি জানান। এসময় আলোচকরা সুনির্দিষ্ট তথ্য, উপাত্ত তুলে ধরে ফ্লাইটটি একাধারে লাভজনক ও ফলপ্রসু হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।
বক্তারা বলেন, যখন ফ্রান্সে মাত্র ৩-৪ হাজার বাংলাদেশীর বসবাস ছিলো তখন বিমানের ঢাকা-প্যারিস ফ্লাইট পরিচালিত হতো। আর এখন লক্ষাধিক অভিবাসীর বসবাস, তাহলে কেন ঢাকা-প্যারিস সরাসরি ফ্লাইট পরিচালনা করা হবে না? আমাদের কষ্টার্জিত টাকা দিয়ে অন্য দেশের এয়ারলাইনসে টিকেট কেটে দেশে যাব কেন? বিমান বাংলাদেশ আমাদের মায়ের মত। মায়ের কোলে করেই মায়ের সান্নিধ্যে আসা যাওয়া করতে চাই। ‘বিমানের ঢাকা-প্যারিস ফ্লাইট চালুর যৌক্তিকতা ও আমাদের করনীয়’ শীর্ষক আলোচনায় বক্তারা উপরোক্ত কথাগুলো বলেন।
ফ্রান্স দর্পণ পত্রিকার সম্পাদক শামসুল ইসলাম এর সভাপতিত্বে ও নির্বাহী সম্পাদক ফ্রান্স- বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি ফেরদৌস করীম আখঞ্জীর সঞ্চালনায় এ আলোচনা অনুষ্ঠানে অংশ নেন ইউরোভিশন নিউজ ডট কম সম্পাদক সিনিয়র সাংবাদিক মান্নান আজাদ, সিলেট বিভাগীয় সমাজকল্যাণ সমিতি ফ্রান্স এর সভাপতি মামুন মিয়া, বিকশিত নারী সংঘের সভাপতি সৈয়দা তওফিকা শাহেদ, বাংলাদেশ কমিউনিটি ইন ফ্রান্স (বিসিএফ) এর সভাপতি এমডি নুর, ফ্রান্স বাংলাদেশ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক মোসাদ্দেক হোসেন সাইফুল, সামাজিক সংস্থা আইছা'র সভাপতি উবায়েদুল্লাহ কয়েছ, অমি ভয়াজের পরিচালক তানজিম হোসেন, জাতীয়তাবাদী যুব দলের আন্তর্জাতিক বিষয়ক সাবেক সম্পাদক এস এম মিল্টন সরকার, মন্ড্রিয়াল ট্রাভেলস এর পরিচালক ইব্রাহিম হাসান প্রমুখ।
বক্তারা এই দাবিকে বাস্তবরুপ দিতে একতাবদ্ধ হয়ে কাজ করার অঙ্গীকার করেন এবং পরবর্তী করনীয় ঠিক করতে কার্যক্রম অব্যহত রাখবেন বলে সিদ্ধান্ত নেন।
বিডি প্রতিদিন/আশিক