অস্ট্রেলিয়ার সিডনিতে বিজয় মেলার আয়োজন করেছে 'জিয়া ফোরাম'। শনিবার (১৪ ডিসেম্বর) সিডনির ওয়ালি পার্ক এ নিরালা হোল্ডিংসের সৌজন্যে এ মেলার আয়োজন করা হয়।
বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার জাতীয় সংগীতের পর শহীদ বুদ্ধিজীবী দিবসে আয়োজিত এই বিজয় মেলায় বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বীর শহীদসহ স্বাধীনতার ঘোষক শহীদ জিয়াউর রহমানের প্রতি সম্মান জানানো হয়।
অস্ট্রেলিয়া সরকারের হোম অ্যাফেয়ার, ইমিগ্রেশন ও মাল্টিকালচারাল মিনিস্টার টনিবাক এমপি প্রধান অতিথি থেকে মেলার উদ্বোধন করেন। বিশেষ অতিথি ছিলেন নিউ সাউথ ওয়েলসের এমপি মার্ক কোরে।
অনুষ্ঠানে প্রধান অতিথি জিয়া ফোরামের বিগত দিনের কর্মকাণ্ডের প্রশংসা করে তার সাম্প্রতিক বাংলাদেশ সফরের গুরুত্ব তুলে ধরেন। বিশেষ অতিথি তার বক্তব্যে বাংলাদেশি সংস্কৃতি প্রচার ও প্রসারে জিয়া ফোরাম অস্ট্রেলিয়ার প্রশংসা করেন।
এই সময় উপস্থিত ছিলেন লিবারেল পাটির লাকাম্বা শাখার প্রেসিডেন্ট ও সাবেক কাউন্সিলর শাহে জামান টিটু, কাউন্সিলর রিসেল হ্যারিকা, কাউন্সিলর ইব্রাহিম মাসুদ খলিল, কাউন্সিলর আশিকুর রহমান এশ ও সাবেক কাউন্সিলর সানজিদা আক্তার সানজিদাসহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তি বর্গ।
জিয়া ফোরামের সভাপতি সোহেল মাহমুদ ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক জাকির আলম লেনিন। অনুষ্ঠানটি পরিচালনা করেন তাফতুন নাইম নিতু ও পলি ফরহাদ।
মেলায় বাংলাদেশি সংস্কৃতি ও ঐতিহ্যকে বজায় রেখে দেশীয় খাবার দাবারের দোকান ছিল দর্শকদের আগ্রহের অন্যতম দিক। পাশাপাশি পোশাক ও দেশীয় গহনার দোকান ছিল চোখে পরার মতো। মেলার মূল স্পন্সরের পাশাপাশি উল্লেখযোগ্য স্পন্সর ছিল জিনিয়াস হোম ও অস্ট্রেলিয়া ন্যাশনাল ডিসএবেলিটি কেয়ার।
মেলা শেষে আয়োজকদের পক্ষ থেকে অথিতিদেরকে স্মারক সম্মাননা দিয়ে অভিনন্দন জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন জিয়া ফোরামের সাবেক সভাপতি আরিফুল হক, সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম রনি, যুগ্ম সাধারণ সম্পাদিকা মিতা কাদেরী, সাদ সামাদ, মোস্তাফিজুর রহমান লাবু, মিজানুর রহমান মিজান, কামরুল ইসলাম, ইয়াসিন আরাফাত অপু, রাকিবুল ইসলাম মিয়া অপু প্রমুখ।
বিডি প্রতিদিন/এমএস