কাতারে বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গণে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে মহান স্বাধীনতা যুদ্ধের গৌরবোজ্জ্বল বিজয় দিবস উদযাপন করা হয়েছে। রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠান শুরুতেই জাতীয় সংগীত ও জাতীয় পতাকা উত্তোলন শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে বাংলাদেশ কমিউনিটির ব্যবসায়ী, পেশাজীবী, শ্রমজীবীসহ বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশিসহ দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আহত মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনা ও তাদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন রাষ্ট্রদূত। তিনি বীর মুক্তিযোদ্ধাদের স্বপ্ন বাস্তবায়নে একযোগে কাজ করার জন্য দল-মত-ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশবাসী ও প্রবাসীদের প্রতি উদাত্ত আহ্বান জানান।
বিডিপ্রতিদিন/কবিরুল