পোল্যান্ডের রাজধানী ওয়ারশতে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হলো মহান বিজয় দিবস ২০২৪। দিবসটি উপলক্ষে ভিস্তুলা নদীর উপর নির্মিত ঐতিহাসিক স্লাসকো দাবরোভস্কিয়েগো সেতুকে বাংলাদেশের জাতীয় পতাকার লাল-সবুজের রঙে আলোকিত করা হয়।
১৬ ডিসেম্বর সন্ধ্যা ৭টা থেকে রাত ১২টা পর্যন্ত সেতুটি বাংলাদেশের বিজয়ের আনন্দে উদ্ভাসিত হয়। অনুষ্ঠানের সূচনা করেন দূতাবাসের মিনিস্টার ও চার্জ দ্যা অ্যাফেয়ার্স জনাব কাজী মুনতাসীর মুর্শেদ, দূতাবাস প্রাঙ্গনে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে। পতাকা উত্তোলনের সময় দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীসহ প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব শুরু হয় পবিত্র ধর্মগ্রন্থসমূহ থেকে পাঠের মাধ্যমে। এরপর পোল্যান্ডে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির সদস্য এবং পোলিশ অতিথিদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণ করে বক্তারা তাদের আত্মত্যাগের কথা তুলে ধরেন এবং প্রবাসী বাংলাদেশিদের মধ্যে দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণের আহ্বান জানান।
এসময় জনাব মুনতাসীর মুর্শেদ প্রবাসী বাংলাদেশিদের বৈধ পথে রেমিটেন্স পাঠানোর আহ্বান জানান এবং নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনা ও দেশের সংস্কৃতির প্রতি শ্রদ্ধাশীল হওয়ার পরামর্শ দেন। তিনি বলেন, প্রবাসীদের সহযোগিতায় দেশের অর্থনীতি আরও শক্তিশালী হবে।
বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা এবং পররাষ্ট্র উপদেষ্টার বাণী পাঠ করা হয় এবং মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে শহীদ মুক্তিযোদ্ধা ও যুদ্ধাহত বীরদের স্মরণে এক মিনিট নিরবতা পালন এবং বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠানের সমাপ্তি হয় দেশীয় খাবারের সমন্বয়ে নৈশভোজের মধ্য দিয়ে।
বিডি প্রতিদিন/নাজমুল