বিবাদ-বিভক্তি পরিহার করে পরস্পরের সহযোগী হয়ে কম্যুনিটির সার্বিক কল্যাণে কাজের অঙ্গীকার এবং নিউইয়র্কে একটি বাংলাদেশ সেন্টার প্রতিষ্ঠার সংকল্প নিয়ে বাংলাদেশ সোসাইটির ২০২৫-২০২৬ মেয়াদের নির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গত সোমবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় বাংলাদেশের বিজয় দিবসের আমেজে মনোরম এক পরিবেশে এ অভিষেক সমাবেশে গভীর শ্রদ্ধায় স্মরণ করা হয় ৫০ বছর আগে প্রতিষ্ঠিত এই সংগঠনের প্রয়াত সকল কর্মকর্তা এবং সম্মান জানানো হয় জীবিতদেরকে।
নবীন-প্রবীণের সমন্বয়ে নতুন কমিটির সকল কর্মকর্তাকে শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট জামাল আহমেদ জনি। হাজার খানেক প্রবাসীর উচ্ছ্বল উপস্থিতিতে সমাবেশ আরো প্রাণচঞ্চল হয়ে উঠে নিউইয়র্ক সিটি মেয়র এরিক এডামসের আগমনে। অভিষিক্তদের প্রত্যাশার পরিপূরক সকল কাজে সিটির সহযোগিতা অব্যাহত থাকার কথা জানান মেয়র এডামস। তবে এজন্যে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সিটি, স্টেট, ফেডারেল পর্যায়ের সকল নির্বাচনে কাজ করার আহ্বানও জানিয়েছেন কম্যুনিটির প্রিয় ব্যক্তিত্ব স্টেট অ্যাসেম্বলীওম্যান জেনিফার রাজকুমার।
উল্লেখ্য, নিউইয়র্ক স্টেটে প্রথম দক্ষিণ এশিয়ান-নারী জেনিফার রাজকুমার সবসময়ই বাংলাদেশিদের পাশে রয়েছেন। সেই সুবাদে সামনে নিউইয়র্ক সিটি কম্পট্রোলার পদে লড়ার সময়েও বাংলাদেশিদের অকুণ্ঠ সমর্থন আশা করে বক্তব্য দেন এ সময়। কম্যুনিটির আরেক ঘনিষ্ঠ সিনেটর জন ল্যু ছিলেন মধ্যমনি এবং সামনের দিনগুলোতেও প্রবাসীদের পাশে থাকার অঙ্গীকার করেন বিপুল করতালির মধ্যে।
সমাবেশের আনুষ্ঠানিকতার আগে বাংলাদেশ সোসাইটি পরিচালিত দুই বাংলা স্কুলের শিক্ষার্থীরা পারফর্ম করে। ওরা অবলিলায় বাঙালির বিজয়ের ইতিহাসের ভিত্তিতে কবিতা, গান ও নাচ পরিবেশন করে উপস্থিত সবাইকে মুগ্ধ করে।
‘অভিষেক ও মহান বিজয় দিবস’ সমাবেশের জন্যে গঠিত সাব কমিটির আহ্বায়ক মহিউদ্দিন দেওয়ানের সভাপতিত্বে এবং ফারহানা চৌধুরীর সমন্বয়ে মাইনুলউদ্দিন মাহবুবের সঞ্চালনায় অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
অভিষেক পর্ব শেষে শুভেচ্ছা বক্তব্য দেন কন্সাল জেনারেল নাজমুল হুদা, কম্যুনিটি লিডার শাহনেওয়াজ, নয়া সভাপতি আতাউর রহমান সেলিম ও সেক্রেটারি মোহাম্মদ আলী এবং সিটি মেয়রের প্রধান প্রশাসনিক কর্মকর্তা মীর বাশার।
নির্বাচন কমিশনের সদস্য আব্দুল হাকিম মিয়া, আনোয়ার হোসেন, মো. হেলালউদ্দিন, আহবাব চৌধুরী খোকনকে পাশে নিয়ে প্রধান নির্বাচন কমিশনার কর্তৃক শপথ বাক্য পাঠ করেন- সভাপতি-আতাউর রহমান সেলিম, সিনিয়র সহ-সভাপতি মহিউদ্দিন দেওয়ান, সহ-সভাপতি-কামরুজ্জামান কামরুল, সাধারণ সম্পাদক-মোহাম্মদ আলী, সহ-সাধারণ সম্পাদক- আবুল কালাম ভূইয়া, কোষাধ্যক্ষ-মফিজুল ইসলাম ভ’ইয়া রুমি, সাংগঠনিক সম্পাদক-ডিউক খান, সাংস্কৃতিক সম্পাদক-অনিক রাজ, জনসংযোগ ও প্রচার সম্পাদক-রিজু মোহাম্মদ, সমাজকল্যাণ সম্পাদক-জামিল আনসারী, সাহিত্য সম্পাদক-আকতার বাবুল, ক্রীড়া ও আপ্যায়ন সম্পাদক-আশ্রাব আলী খান লিটন, স্কুল ও শিক্ষা সম্পাদক-মোহাম্মদ হাসান জিলানী এবং কার্যকরী সদস্য-হারুন-অর রশীদ, জাহাঙ্গির সোহরাওয়ার্দি, মো. সিদ্দিক পাটোয়ারি, আবুল কাশেম চৌধুরী, মনসুর আহমেদ এবং হাসান খান।
উল্লেখ্য, গত ২৭ অক্টোবর অনুষ্ঠিত এ নির্বাচনে ভোটার ছিলেন প্রায় ১৯ হাজার। সবশেষে ডিনারের প্রাক্কালে সাংস্কৃতিক সম্পাদক অনিক রাজের সমন্বয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
বিডি প্রতিদিন/জামশেদ