নিউইয়র্ক স্টেটের রাজধানী আলবেনীর ‘লেথাম রিজ স্কুল’ চত্বরে ‘বাংলাদেশী আমেরিকান ফাউন্ডেশন অব আলবেনী’ (বাফা) এর আয়োজনে বিজয় দিবস উদযাপিত হয়েছে। আবহাওয়ার প্রতিকূলতা সত্ত্বেও শনিবার (২১ ডিসেম্বর) দিনব্যাপী অনুষ্ঠানে প্রবাসী বাঙালিদের উপস্থিতি ছিল উৎসবমুখর।
আয়োজনের প্রথম পর্বে শিশু-কিশোরদের পরিবেশনা ছিল ‘হৃদয়ের গভীরে ভালোবাসায় আঁকা প্রিয় বাংলাদেশ প্রিয় আমেরিকা’। এ পর্বে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীত পরিবেশিত হয়। পরিচালনায় ছিলেন রহিম বাদশাহ। নৃত্য পরিবেশনায় কোরিওগ্রাফার তানিয়া মানির নেতৃত্বে অংশ নেয় আফিজা চৌধুরী, আলিশা হক, আরিবা তারিক, আরমীণ ভুঁইয়া, ফাইজা ফরহাদ, ফারিয়া হক, মাহাদ তারিক, মাহ্রাস কাজী, মুয়াদ আহমেদ, নাজিয়া হুদা, নিহাল মাসুদ, রাযিন রাইসা, রিহান বাদশাহ, সাফা জামান, সিফান আহমেদ, সঞ্জিতা শিকদার, শাহান রাকিন আনোয়ার, সুমায়রা রাহা আহমেদ, তাসকিন আরেফিন, তাজমীন জামান, জাহিন হোসেন, জাহিয়া জামান এবং জারিয়া আহমেদ।
দ্বিতীয় পর্বে বিজয় দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা করেন বাফার চেয়ারম্যান ড. হুমায়ুন কবির এবং প্রেসিডেন্ট সোহেল আহমেদ। বক্তারা মুক্তিযুদ্ধের ৩০ লক্ষ শহীদ, বীর মুক্তিযোদ্ধা এবং স্বাধীনতার সংগঠকদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। অনুষ্ঠানে ক্লিফটন পার্কের টাউন সুপারভাইজার ফিল ব্যারেট এবং টাউন জজ রবার্ট রাইবেকও উপস্থিত ছিলেন। তারা অনুষ্ঠান উপভোগ করে শিল্পীদের অভিনন্দিত করেন। অনুষ্ঠানের পৃষ্ঠপোষক নিউইয়র্ক লাইফ ইন্স্যুরেন্সের ফাইন্যান্সিয়াল প্ল্যানার সুলতানা রহমান পুতুল এবং ব্র্যানডন কার্ল উপস্থিত থেকে তাদের প্রতিষ্ঠান কীভাবে মানুষের নিরাপত্তার ভিত্তি তৈরি করে তা নিয়ে আলোচনা করেন।
তৃতীয় পর্বে পরিবেশিত হয় গীতি-নৃত্যালেখ্য ‘সবকটা জানালা খুলে দাও না’। ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ পর্যন্ত সংগ্রামের ইতিহাস তুলে ধরা হয়। আবৃত্তি শিল্পী আনোয়ারুল হক লাভলুর পরিকল্পনা ও নির্দেশনায় পরিবেশিত এই অংশে অংশগ্রহণ করেন জান্নাতুল ফেরদৌস আরা জলি, ফারহানা পলি, জয়া সাহা, জাবেদ মনির, মিজানুর রহমান প্রধান, শর্মী রহমান খান, এলিজা সাত্তার লিসা, সুমিতা দে, সোমা পাল, নুরুন্নাহার বিউটি, প্রিংকা সাহা, মোহাম্মদ হাসানুজ্জামান, আব্দুল্লাহ খান তুষার, রকিবুল আনোয়ার, আসিফ আহমেদ এবং দিলরুবা কলি। নৃত্য পরিবেশনায় ছিলেন জারিয়া আহমেদ, রাযিন রাইসা, মাহাদ তারিক, নিহাল মাসুদ, রাবাব আহসান, তাজমিরা তামান্না, ফারহানা ইসলাম, সাদিয়া শামস, রাকিবা আহমেদ এবং তানিয়া মানির।
‘শোক নয়, শোক নয়, হোক উৎসব’-এই উচ্চারণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। বাফার সুশৃঙ্খল ব্যবস্থাপনা, সুস্বাদু খাবার পরিবেশন এবং সাংস্কৃতিক পরিবেশনা পুরো আয়োজনকে স্মরণীয় করে তোলে। বিজয় দিবস উদযাপনের এই অনুষ্ঠান শুধু প্রবাসী বাঙালিদের নয়, তাদের সন্তানদেরও শেকড়ের প্রতি শ্রদ্ধাশীল হতে উদ্বুদ্ধ করেছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ