নানা আনুষ্ঠানিকতায় সুইজারল্যান্ডের জুরিখ শহরে ৫৪তম মহান বিজয় দিবস উদযাপন করেছে দেশটির জাতীয়তাবাদী দল বিএনপি শাখা ও তার অঙ্গ-সংগঠন। এ উপলক্ষে রবিবার শহরের হাইনরিখশ স্ট্রাসের একটি হলরুমে বিজয় উৎসবের আয়োজনে সর্বস্তরের প্রবাসীদের ঢল নামে।
দুই পর্বের অনুষ্ঠানের শুরুতেই দেশ ও দেশের সকল মানুষের জন্য দোয়া করা হয়। তারপর জাতীয় ও দলীয় সংগীতের মাধ্যমে আলোচনা পর্বে স্বাধীনতা সংগ্রামে সকল জাতীয় নেতৃবৃন্দ, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও অকুতোভয় বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
এরপর জুরিখ কমিটির সভাপতি সমীর কুমার রায়, জামাল হোসেন, রুনু আক্তার, শামসুদ্দিন তালুকদার, জুবায়ের আহমেদ জুয়েল, মাহফুজ শিকদারের পরিচালনায় আলোচনা সভায় সুইজারল্যান্ড বিএনপির সভাপতি মোফাজ্জল মল্লিক সাজিলের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মঈনুল হক খান অপু, সাধারণ সম্পাদক ইসমাইল হোসাইন কাউসার, সিনিয়র নেতা শহীদ হোসেন খোকন, হাজী রফিকুল ইসলাম, ওবায়দুর রহমান মিঠু, লিটন হাওলাদার, হুমায়ুন কবির, মাহবুব ইসলাম, মাহবুব হাসান, ইকবাল মোল্লা, শিবির ভূঁইয়া, ওয়াহিদ হোসেন রানা, নজরুল মোল্লা, মিজানুর রহমান তারা, আরিফ মোল্লাসহ অনেকে।
বিজয় উৎসবে শুভেচ্ছা বক্তব্য দেন ববি মিয়া, তুষার আহমেদ, গাজী শহীদ, আলমগীর হোসেন বেপারী, আওলাদ হোসেন. সিরাজুল ইসলাম. চঞ্চল মাদবর, শাহীন তালুকদার, জুরিখ স্বেচ্ছাসেবক দলের সভাপতি সালাউদ্দিন ভূঁইয়া, শাহিন মিয়া, স্বেচ্ছাসেবক দলের আন্তর্জাতিক সম্পাদক সেলিম হোসেন, শিখন, আলমগীর, শিমুল মিয়া, শামীম দেওয়ান, আরমান উদ্দিন, আলোন হোক, অরেঞ্জ সিকদার, ইকবাল মাদবর, মিজান শাহীন, ড্যানি নাহির হোসেন, শাজাহান, আবুল, মুস্তাফিজুর রহমান, জাকির, কামাল, কাউসার, শামীম, সেরু, কাজী সাঈদ, লালন ও উর্মিসহ আরও অনেকে।
অনুষ্ঠানের শেষ পর্বে প্রবাসী নারী ও শিশুদের জন্য ছিল দারুণ সব খেলার আয়োজন। দেয়া হয় বিজয়ীদের মধ্যে পুরস্কারও। তারপরেই সাংস্কৃতিক পর্বে দেশাত্মবোধক গান, আধুনিক গান ও নৃত্যে অংশ নেন অসংখ্য প্রবাসী শিল্পীরা। সবশেষে ছিল বাঙালি খাবারের বিশাল আয়োজন।
বিডি প্রতিদিন/এমআই