কানাডার টরন্টোর বি ডি ফিউশন রেস্টুরেন্ট অনুষ্ঠিত হয়েছে শিরোনামহীন সন্ধ্যা নামে সুর ও কবিতার এক নান্দনিক আয়োজন।
কানাডায় বছর শেষের ছুটি উদযাপনে কানাডিয়ানদের পাশাপাশি মেতেছে বাঙালিরাও। শহর জুড়ে সাদা চাদর গায়ে নেমেছে শীত। তাকে উষ্ণতা দিতেই এই আয়োজন বলে জানিয়েছেন আয়োজকরা।
আয়োজনে অংশ নেন শিল্পী শিখা আখতারি আহমাদ, আরিয়ান হক ও হিমাদ্রী রায়। উপস্থিত সকলেই তাদের স্পন্দনে বাংলা সংস্কৃতি নিয়ে ঘরে ফেরেন। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন নৃত্য গুরু শিপ্রা চৌধুরী। ছিলেন রুপতনু শর্মা ও চিন্ময় কর।
বিডি প্রতিদিন/হিমেল