শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

অভিমান

পুলিন রায়

পৃথিবীর চোখেমুখে অভিমান,

অভিমানবৃক্ষ আর চাঁদের মুখেও;

আমি সেই ভাষা বুঝলেও লাভ কী?

চিত্রল হরিণচোখ সাথে নিয়ে

পৃথিবী ঘুরে এসে দেখি

অভিমানী অন্ধকার ঘরময় কেবল হাতড়ায়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর