শুক্রবার, ২৪ জুন, ২০২২ ০০:০০ টা
কবিতা

বন্যায় বোধোদয়

হাসান হাফিজ

সুনামগঞ্জ ও সিলেটের বানভাসিদের

সঙ্গে অসহায় সহমর্মিতা

পানি তুমি এসেছো মরণ হয়ে

উজানের অনাত্মীয় পাগলা স্রোত বয়ে

ডুবিয়েছো সমুদয় ফসল বসতি ঘর

রাক্ষুসী খেয়েছো সব, হায় তারপর?

কী খাই কোথায় যাই দিশা হুঁশ নাই

আছে ধু ধু আন্ধার নৈরাশালগ্নি জীবনের পুরোটাই

অনাহারে ন্যুব্জপিঠ ধুঁকে ধুঁকে টিকে আছি

জানি না কদ্দিন আর কীভাবে আমরা বাঁচি

নাই ত্রাণ জীবনের পচা ঘ্রাণ উদ্ধার তো কথার খেলাই

পানি তুমি কেন হলে এম্নিতরো শত্রু ও মরণ

প্রকৃতিও বৈরী বড়ো কেমনে লই আশ্রয় শরণ

এভাবে জীবন চলে? হে মানুষ তোমাদের বিবেক কী বলে?

শুকনো মিছে সান্ত¡নার মরীচিকা ছলে

করছো উদাসীনতার চাষই চাতুরী কৌশলে

হয়েছে ভালোই চেনা তোমাদের,

তোমরা কী মানুষ আসলে?

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর