শুক্রবার, ২৬ আগস্ট, ২০২২ ০০:০০ টা

পৃথিবী ও বিশ্বজগৎ

রনি অধিকারী

পৃথিবী ও বিশ্বজগৎ

কখনো পৃথিবী দেখেছো? স্নিগ্ধ সকাল ছায়াঘন শিশির শিহরণে

চোখ ছুঁয়ে বলেছিলো, -‘এই যে পৃথিবী।’

তখন নীল ছোঁয়া প্রান্তর সূর্যাস্ত আর সূর্যোদয়ের অবারিত খেলা

মৃদু বাতাসের আঁচলে কেটে যায় বুকভরা ভয় ভীতির ভীরুতা।

 

কখনো বিশ্বজগৎ দেখেছো? বিশুদ্ধ রাত্রি নিবিড় জ্যোৎস্নার আড়ালে

হাতে-হাত ছুঁয়ে বলেছিলো, -‘এই যে বিশ্বজগৎ।’

তখন সোনালি রৌদ্রে ছোঁয়াছুঁয়ি চঞ্চল চাহনি জ্বলতে জ্বলতে প্রজ্বলিত।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর