অস্ট্রিয়ার ভিয়েনা বিশ্ববিদ্যালয়ে মেধা তালিকায় প্রথম স্থান অর্জন করেছে বাংলাদেশের মেয়ে মুন্নি ইসলাম। তার এই অর্জনে ভিয়েনায় প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। ভিয়েনা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অনুষদ বিভাগ মুন্নি ইসলামের হাতে আনুষ্ঠানিকভাবে সার্টিফিকেট তুলে দেয়। গত মাসে তিনি ওই অনুষদ থেকে মেধা তালিকায় প্রথম স্থান অধিকার করেন। জানা গেছে, ভোলার লালমোহন উপজেলার এই কৃতী সন্তান ২০০২ সালে বাবা-মায়ের সঙ্গে ভিয়েনা যান। এরপর স্থানীয় এক স্কুলে উচ্চ মাধ্যমিক শেষে ভিয়েনা বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স অনুষদে ভর্তি হন। এ বিষয়ে মুন্নি ইসলাম বলেন, আমি খুব আনন্দিত। এজন্য সর্বপ্রথম আমার বাবা-মাকে ধন্যবাদ জানাই। কারণ তাদের সহযোগিতা না পেলে আমি হয়তো এই সাফল্য লাভ করতে পারতাম না। তিনি আরও বলেন, ভিয়েনার মতো একটি প্রাচীন বিশ্ববিদ্যালয় থেকে ১ম স্থান অধিকার করে পড়ালেখা শেষ করতে পারায় নিজেকে বাঙালি হিসেবে গর্বিত মনে হচ্ছে। নিজের ইচ্ছাশক্তি এবং চেষ্টা থাকলে সাফল্য অর্জন করা যায় উল্লেখ করে ভবিষ্যতে আরও তরুণ বাংলাদেশি শিক্ষার্থীরা মেধা তালিকায় স্থান দখল করে দেশের সুনাম অক্ষুণ্ন রাখবে বলে আশা প্রকাশ করেন এই মেধাবী। অনুষ্ঠানে খন্দকার হাফিজুর রহমান, আখতার হোসেন, মাহবুবুর রহমান, শাহ কামালসহ প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন। মুন্নি ইসলামের বাবা সাইফুল কবির ১৯৯০ সাল থেকে অস্ট্রিয়ায় বসবাস করছেন। সাইফুল কবির এবং তার সহধর্মিণী লুৎফুননেছা মেয়ের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
শিরোনাম
- মেসির জোড়া গোলে দাপুটে হয় মায়ামির
- চাইলেই লুকানো যাবে ইনস্টাগ্রাম পোস্টের লাইক সংখ্যা
- যুদ্ধের পর প্রথমবার প্রকাশ্যে খামেনি
- হোসনি দালান থেকে তাজিয়া মিছিল শুরু, কঠোর নিরাপত্তা ব্যবস্থা
- আগস্ট থেকে তেলের উৎপাদন বাড়াবে ওপেক প্লাস
- রাজনীতিতে আত্মপ্রকাশ করলেন ইলন মাস্ক, দলের নাম ‘আমেরিকা পার্টি’
- ২৫ বছর পর পাকিস্তানে কার্যক্রম বন্ধ করলো মাইক্রোসফট
- স্ত্রীর সঙ্গে দ্বন্দ্ব, নিজের মুখপাত্রকে বরখাস্ত করলেন নেতানিয়াহু
- গাজায় ত্রাণ নিতে গিয়ে নিহত ৭৪০ জনেরও বেশি ফিলিস্তিনি
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (৬ জুলাই)
- শেষ মুহূর্তের নাটকীয়তায় ডর্টমুন্ডকে হারিয়ে সেমিফাইনালে রিয়াল
- টেক্সাসে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ২৭
- নয়জনের দল নিয়েই বায়ার্নকে হারিয়ে সেমিফাইনালে পিএসজি
- মিশরে দুই মিনিবাসের সংঘর্ষে ৯ জন নিহত, আহত ১১
- তানভীরের জবাব: ক্যাপ্টেনের ভরসাই আত্মবিশ্বাসের চাবিকাঠি
- করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন জনপ্রিয় অভিনেতা কেনেথ কলি
- সকালের মধ্যে সাত জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের সম্ভাবনা
- ঐক্যবদ্ধভাবে সবাইকে এগিয়ে যেতে হবে: আমিনুল
- ইমন-হৃদয়-তানভীরের ত্রয়ী দাপট কলম্বোতে
- শ্রীলঙ্কাকে হারিয়ে সমতা ফেরাল বাংলাদেশ
ভিয়েনা বিশ্ববিদ্যালয়ে মেধা তালিকায় প্রথম আমাদের মুন্নি
তার এই অর্জনে ভিয়েনায় প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে
শনিবারের সকাল ডেস্ক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর