রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ভীমনগর গ্রামের বাসিন্দা জাহিদ হাসান তপু। মায়ের দেওয়া ৫০০ টাকা পুঁজি নিয়ে তিনি এখন সফল উদ্যোক্তা। তবে এ সফলতার পেছনে রয়েছে নিরলস পরিশ্রম। শামসুল রহমান ও আবেদা সুলতানা দম্পতির সন্তান তপু। বালিয়াকান্দি দাখিল মাদরাসা থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত পড়ালেখা করেছেন। এ সময় দরিদ্র্যতার কারণে বন্ধ হয়ে যায় তার পড়ালেখা। নিজে কিছু করার চেষ্টা করেন। ২০০৭ সালে শেষদিকে টং দোকান দেওয়ার কথা ভাবেন। দোকান তৈরি করার জন্য নিজের বাঁশঝাড় থেকে বাঁশ কাটেন। তার এ কাজে সায় ছিল না বাবার। তখন মায়ের কাছ থেকে ৫০০ টাকা চেয়ে নেন তপু। সেই টাকা দিয়ে ২০০৮ সালে বালিয়াকান্দি উপজেলার সোনারমোড় এলাকায় দোকান ভাড়া নেন তিনি। সেখানে বুটভাজা, বাদাম বিক্রি শুরু করেন। ধীরে ধীরে আয় বাড়ে তার। ২০১৩ সালে বাড়ির পাশে একটি পরিত্যক্ত মুরগির শেড ভাড়া নেন। মুরগির ব্যবসা শুরু করেন তপু। কয়েক চালানে লাভ করেন ৩৫ হাজার টাকা। সেসময় বালিয়াকান্দিতে কোনো ফুলের দোকান না থাকায় ফুল বিক্রি শুরু করেন। ফুল কেনার জন্য তপুকে যশোর যেতে হয়। খরচ বাঁচাতে এরপর ফুলচাষ শুরু করেন। স্থানীয় এক ব্যক্তির কাছ থেকে ২২ শতাংশ জমিতে ফুলের চাষ করেন। ২০২০ সালে ছাগলের খামার করার উদ্যোগ নেন। বর্তমানে তার খামারে ২২টি ছাগল রয়েছে। ছাগলের খামারের পাশেই রয়েছে মাছের পুকুর। মাছ চাষেও লাভবান হবেন বলে আশা করছেন তিনি। উদ্যোক্তা জাহিদ হাসান তপু বলেন, ‘দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেছিলাম। আমি যখন প্রথম ব্যবসা করতে যাই তখন তাতে বাবার সায় ছিল না। ২০০৬ সালে বুট-বাদাম বিক্রি শুরু করি। এরপর মুরগির ব্যবসা করেছি। এরপর করেছি ফুলের ব্যবসা। বর্তমানে বালিয়াকান্দিতে আরবি কসমেটিক অ্যান্ড তোহা ফুলঘর, আবাসন এলাকায় তোহা ফুলঘর নামে আরেকটি দোকান, ফরিদপুর জেলার মধুখালীতে একটি ফুলের দোকান, ছাগলের খামারসহ, মাছ চাষ করছি।’ উপজেলা কৃষি কর্মকর্তা মো. রফিকুল ইসলামসহ যুব উন্নয়ন কর্মকর্তার সহযোগিতা রয়েছে বলে জানান তপু। বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী মুস্তাফিজুর রহমান বলেন, ‘তপু একজন সফল উদ্যোক্তা। কৃষি অফিস ও যুব উন্নয়ন অফিস তাকে সহায়তা করছে।’
শিরোনাম
- মধ্যরাতে চবি এলাকায় শিক্ষার্থী ও স্থানীয়দের সংঘর্ষ
- সামাজিক মাধ্যমে ট্রাম্পের মৃত্যুর গুজব
- চবিতে প্রকৌশল শিক্ষার্থীদের প্রতি সংহতি জানিয়ে মশাল মিছিল
- এলডিসি গ্র্যাজুয়েশন বিতর্কে বিজয়ী কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ
- বাংলাদেশে ফ্যাসিস্টদের পুনরুত্থান হতে দেব না: নওশাদ
- নামাজ শেষে ঘরে বসা অবস্থায় গৃহবধূ খুন
- মানিকগঞ্জ পৌরসভায় রাস্তা বন্ধের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ
- কুমিল্লা নগরে পূর্ব শত্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যা
- যশোর মণিরামপুরে ছুরিকাঘাতে যুবক নিহত
- চার বছর পর শুরু হলো জাতীয় চ্যাম্পিয়নশিপ ফুটবল, মুন্সিগঞ্জে উদ্বোধন
- সাবমেরিন ক্যাবল ছিঁড়ে ৫ দিন ধরে বিদ্যুতবিহীন মেহেন্দিগঞ্জ
- ব্রাহ্মণবাড়িয়ায় নবীনগর পূর্ব ইউনিয়ন কৃষকদলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- ঝিনাইদহে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র উদ্বোধন
- মুক্তিপণের টাকা পরিশোধ করে বাড়ি ফিরেছে অপহৃত সাত জেলে
- সাবেকদের অনুপ্রেরণায় শিক্ষার্থীদের এগিয়ে নিতে উদ্যোগ
- জাকসু নির্বাচনে নতুন তিনটি প্যানেলের আত্মপ্রকাশ
- শ্রীপুরে পৌর বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত
- বিমানবন্দর সড়কের ৭ অংশে রবিবার চালু হচ্ছে সিগন্যাল ব্যবস্থা
- স্বর্ণের দাম আরও বাড়লো
- চবিতে শহীদ তরুয়া-ফরহাদ স্মৃতি আন্তঃবিভাগ ফুটবলের ট্রফি উন্মোচন