রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ভীমনগর গ্রামের বাসিন্দা জাহিদ হাসান তপু। মায়ের দেওয়া ৫০০ টাকা পুঁজি নিয়ে তিনি এখন সফল উদ্যোক্তা। তবে এ সফলতার পেছনে রয়েছে নিরলস পরিশ্রম। শামসুল রহমান ও আবেদা সুলতানা দম্পতির সন্তান তপু। বালিয়াকান্দি দাখিল মাদরাসা থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত পড়ালেখা করেছেন। এ সময় দরিদ্র্যতার কারণে বন্ধ হয়ে যায় তার পড়ালেখা। নিজে কিছু করার চেষ্টা করেন। ২০০৭ সালে শেষদিকে টং দোকান দেওয়ার কথা ভাবেন। দোকান তৈরি করার জন্য নিজের বাঁশঝাড় থেকে বাঁশ কাটেন। তার এ কাজে সায় ছিল না বাবার। তখন মায়ের কাছ থেকে ৫০০ টাকা চেয়ে নেন তপু। সেই টাকা দিয়ে ২০০৮ সালে বালিয়াকান্দি উপজেলার সোনারমোড় এলাকায় দোকান ভাড়া নেন তিনি। সেখানে বুটভাজা, বাদাম বিক্রি শুরু করেন। ধীরে ধীরে আয় বাড়ে তার। ২০১৩ সালে বাড়ির পাশে একটি পরিত্যক্ত মুরগির শেড ভাড়া নেন। মুরগির ব্যবসা শুরু করেন তপু। কয়েক চালানে লাভ করেন ৩৫ হাজার টাকা। সেসময় বালিয়াকান্দিতে কোনো ফুলের দোকান না থাকায় ফুল বিক্রি শুরু করেন। ফুল কেনার জন্য তপুকে যশোর যেতে হয়। খরচ বাঁচাতে এরপর ফুলচাষ শুরু করেন। স্থানীয় এক ব্যক্তির কাছ থেকে ২২ শতাংশ জমিতে ফুলের চাষ করেন। ২০২০ সালে ছাগলের খামার করার উদ্যোগ নেন। বর্তমানে তার খামারে ২২টি ছাগল রয়েছে। ছাগলের খামারের পাশেই রয়েছে মাছের পুকুর। মাছ চাষেও লাভবান হবেন বলে আশা করছেন তিনি। উদ্যোক্তা জাহিদ হাসান তপু বলেন, ‘দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেছিলাম। আমি যখন প্রথম ব্যবসা করতে যাই তখন তাতে বাবার সায় ছিল না। ২০০৬ সালে বুট-বাদাম বিক্রি শুরু করি। এরপর মুরগির ব্যবসা করেছি। এরপর করেছি ফুলের ব্যবসা। বর্তমানে বালিয়াকান্দিতে আরবি কসমেটিক অ্যান্ড তোহা ফুলঘর, আবাসন এলাকায় তোহা ফুলঘর নামে আরেকটি দোকান, ফরিদপুর জেলার মধুখালীতে একটি ফুলের দোকান, ছাগলের খামারসহ, মাছ চাষ করছি।’ উপজেলা কৃষি কর্মকর্তা মো. রফিকুল ইসলামসহ যুব উন্নয়ন কর্মকর্তার সহযোগিতা রয়েছে বলে জানান তপু। বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী মুস্তাফিজুর রহমান বলেন, ‘তপু একজন সফল উদ্যোক্তা। কৃষি অফিস ও যুব উন্নয়ন অফিস তাকে সহায়তা করছে।’
শিরোনাম
- ৫ অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ১৬ কর্মকর্তাকে বদলি
- ফরিদা পারভীনকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল
- চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল পরিদর্শন করলেন নৌবাহিনী প্রধান
- বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ
- উন্নয়নের নামে প্রতারণা করে ক্ষমতায় ছিল স্বৈরাচারী সরকার : রিজভী
- হাসিনার কল রেকর্ড ফাঁস : ‘এটা ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি’
- নাটোরে সেনা অভিযানে কিশোর গ্যাংয়ের ১২ সদস্য গ্রেপ্তার
- ভিডিও ছড়ানোর ‘মূলহোতা’ শাহ পরান পাঁচদিনের রিমান্ডে
- র্যাগিংয়ের নামে জুনিয়রদের যৌন হেনস্তার অভিযোগে ৭ ইসরায়েলি সেনা আটক
- চট্টগ্রামে টানা বর্ষণে নিম্নাঞ্চলে জলাবদ্ধতা
- জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে লক্ষ্মীপুরে ১৫ দিনের কর্মসূচি
- স্পেনের আদালতে নেতানিয়াহুর বিরুদ্ধে যুদ্ধাপরাধের তদন্ত শুরু
- জুলাই বিরোধী শিক্ষকদের পদোন্নতির প্রতিবাদে গোবিপ্রবি শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি
- সিরাজগঞ্জে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ নির্মাণ কাজের উদ্বোধন
- টেস্ট র্যাঙ্কিংয়ে আবারও শীর্ষে হ্যারি ব্রুক
- সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা মাউশির
- ওয়ানডে র্যাঙ্কিংয়ে জাকেরের বড় লাফ, শান্ত-লিটনের অবনমন
- খাগড়াছড়ি জেলা পরিষদের অস্থায়ী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ শেফালিকা ত্রিপুরার
- ট্রাম্প টাওয়ারে অফিস খুলছে ফিফা
- ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ইমার্জেন্সি রেসপন্স টিম ও নিয়ন্ত্রণ কক্ষ চালু
তপুর এগিয়ে চলা
দেবাশীষ বিশ্বাস, রাজবাড়ী
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর