রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ভীমনগর গ্রামের বাসিন্দা জাহিদ হাসান তপু। মায়ের দেওয়া ৫০০ টাকা পুঁজি নিয়ে তিনি এখন সফল উদ্যোক্তা। তবে এ সফলতার পেছনে রয়েছে নিরলস পরিশ্রম। শামসুল রহমান ও আবেদা সুলতানা দম্পতির সন্তান তপু। বালিয়াকান্দি দাখিল মাদরাসা থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত পড়ালেখা করেছেন। এ সময় দরিদ্র্যতার কারণে বন্ধ হয়ে যায় তার পড়ালেখা। নিজে কিছু করার চেষ্টা করেন। ২০০৭ সালে শেষদিকে টং দোকান দেওয়ার কথা ভাবেন। দোকান তৈরি করার জন্য নিজের বাঁশঝাড় থেকে বাঁশ কাটেন। তার এ কাজে সায় ছিল না বাবার। তখন মায়ের কাছ থেকে ৫০০ টাকা চেয়ে নেন তপু। সেই টাকা দিয়ে ২০০৮ সালে বালিয়াকান্দি উপজেলার সোনারমোড় এলাকায় দোকান ভাড়া নেন তিনি। সেখানে বুটভাজা, বাদাম বিক্রি শুরু করেন। ধীরে ধীরে আয় বাড়ে তার। ২০১৩ সালে বাড়ির পাশে একটি পরিত্যক্ত মুরগির শেড ভাড়া নেন। মুরগির ব্যবসা শুরু করেন তপু। কয়েক চালানে লাভ করেন ৩৫ হাজার টাকা। সেসময় বালিয়াকান্দিতে কোনো ফুলের দোকান না থাকায় ফুল বিক্রি শুরু করেন। ফুল কেনার জন্য তপুকে যশোর যেতে হয়। খরচ বাঁচাতে এরপর ফুলচাষ শুরু করেন। স্থানীয় এক ব্যক্তির কাছ থেকে ২২ শতাংশ জমিতে ফুলের চাষ করেন। ২০২০ সালে ছাগলের খামার করার উদ্যোগ নেন। বর্তমানে তার খামারে ২২টি ছাগল রয়েছে। ছাগলের খামারের পাশেই রয়েছে মাছের পুকুর। মাছ চাষেও লাভবান হবেন বলে আশা করছেন তিনি। উদ্যোক্তা জাহিদ হাসান তপু বলেন, ‘দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেছিলাম। আমি যখন প্রথম ব্যবসা করতে যাই তখন তাতে বাবার সায় ছিল না। ২০০৬ সালে বুট-বাদাম বিক্রি শুরু করি। এরপর মুরগির ব্যবসা করেছি। এরপর করেছি ফুলের ব্যবসা। বর্তমানে বালিয়াকান্দিতে আরবি কসমেটিক অ্যান্ড তোহা ফুলঘর, আবাসন এলাকায় তোহা ফুলঘর নামে আরেকটি দোকান, ফরিদপুর জেলার মধুখালীতে একটি ফুলের দোকান, ছাগলের খামারসহ, মাছ চাষ করছি।’ উপজেলা কৃষি কর্মকর্তা মো. রফিকুল ইসলামসহ যুব উন্নয়ন কর্মকর্তার সহযোগিতা রয়েছে বলে জানান তপু। বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী মুস্তাফিজুর রহমান বলেন, ‘তপু একজন সফল উদ্যোক্তা। কৃষি অফিস ও যুব উন্নয়ন অফিস তাকে সহায়তা করছে।’
শিরোনাম
- সারজিস আলমকে আইনজীবীর লিগ্যাল নোটিশ
- ইপিএল নিশ্চিতের ম্যাচে রাতে মাঠে নামছে হামজার দল
- খাগড়াছড়িতে কাভার্ড ভ্যান-ট্যাক্টরের মুখোমুখি সংঘর্ষে আহত ৪
- জার্মানিতে ছুরিকাঘাতে আহত ১৮, নারী গ্রেফতার
- সিরি আ চ্যাম্পিয়ন নাপোলি
- চাঁদে পরমাণু বিদ্যুৎকেন্দ্র বানাচ্ছে রাশিয়া ও চীন!
- আমিরাতের বিপক্ষে লজ্জার হার; যা বললেন খালেদ
- ভারতে তৈরি আইফোনে ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের
- লাল গালিচায় নজর কাড়লেন আলিয়া ভাট
- গাজায় ২৪ ঘণ্টায় নিহত ৭৬ ফিলিস্তিনি, আহত দেড় শতাধিক
- ঈদযাত্রা : ট্রেনের ৩ জুনের টিকিট বিক্রি আজ
- যুক্তরাজ্যের নাগরিকত্ব পেতে রেকর্ড সংখ্যক আমেরিকানের আবেদন
- জার্মানিতে রেলওয়ে স্টেশনে দুষ্কৃতকারীর ছুরিকাঘাতে আহত ১২
- সিদ্ধিরগঞ্জে ছুরিকাঘাতে কিশোর নিহত
- শহীদ সাকিবের কবর জিয়ারত করলেন গৃহায়ন উপদেষ্টা
- সিদ্ধিরগঞ্জে ছুরিকাঘাতে কিশোর নিহত
- ফিলিস্তিনের ১,০০০ শহীদ পরিবারের সদস্য হজে যাচ্ছেন সৌদির খরচে
- রাস্তায় গাড়িতে বসে অশালীন ভঙ্গির শিকার বলিউড গায়িকা
- নির্বাচন বিলম্বিত হলে গণতন্ত্র সংকটে পড়বে : সিপিবি
- ১২ মিনিটে কোটি টাকার স্বর্ণসহ সিন্দুক নিয়ে গেল দুর্বৃত্তরা
তপুর এগিয়ে চলা
দেবাশীষ বিশ্বাস, রাজবাড়ী
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর