এক শহর থেকে অন্য শহরে মানুষ ছাড়া ড্রোন ওড়ানোর স্বপ্ন হয়তো অনেকেই দেখেছেন। কল্পনার মতো শোনালেও যাতায়াতের জন্য চীনে পাইলটবিহীন যাত্রীবাহী ড্রোন এখন বাস্তব বিষয়।
তবে ট্যাক্সির মতো করে এখনই এদের নাগাল না পেলেও চীনের ‘ইহাং’ নামের এক কোম্পানি দেশটির গুয়াংজু শহরের আশপাশে স্বল্প পরিসরে ফ্লাইট পরিচালনা শুরুর জন্য সরকারের বাণিজ্যিক লাইসেন্সের অনুমোদনের অপেক্ষায় রয়েছে বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ গণমাধ্যম স্কাই নিউজ।
ইহাংয়ের ভাইস প্রেসিডেন্ট হি তিয়ানশিং বলেছেন, “ভবিষ্যতে অবশ্যই আকাশপথে ভ্রমণের সমস্যা কমে আসবে ও প্রতিটি শহর ধীরে ধীরে যাতায়াতের জন্য পাইলটবিহীন যাত্রীবাহী ড্রোনের শহরে পরিণত হবে। সব মানুষেরই এক জোড়া ডানা থাকার আকাঙ্ক্ষা থাকে এবং প্রত্যেকেই পাখির মতো স্বাধীনভাবে উড়তে চায়।”
বর্তমানে দুই আসনের ‘ইএইচ২১৬-এস’ নামের ড্রোনটিকে এর ব্যাটারি প্রায় ২৫ মিনিটের জন্য আকাশে উড়তে সাহায্য করে। এতে কোনও পাইলট নেই ও আগে থেকে ঠিক করা একটি প্রোগ্রামের রুট বা পথ অনুসরণ করে এটি।
কোম্পানিটির প্রথম যাত্রীবাহী মডেলের নাম ছিল ‘ইএইচ১৮৪’। তিয়ানশিং বলেছেন, “এটি দেখতে অক্টোপাসের মতো ও খুবই ঠাণ্ডা। কিন্তু এর চেয়েও গুরুত্বপূর্ণ হলো মানুষ এমন একটি ড্রোন দেখেছে, যা মানুষ বহন করতে পারে।”
চীন যে প্রকল্পকে ‘নিম্ন উচ্চতার অর্থনীতি’ বলে বর্ণনা করেছে এটি মূলত তারই অংশ। এ প্রকল্পের আওতায় এক হাজার মিটার পর্যন্ত উচ্চতার আকাশসীমায় যাত্রী ও ডেলিভারি ড্রোন থেকে অর্থ উপার্জন করবে দেশটি। চীনের সরকার এ খাতের উন্নয়নে আর্থিক প্রণোদনা ও লাইসেন্স দিচ্ছে।
তথ্য সূত্র - স্কাই নিউজ।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ