বাংলাদেশের ফুটবলে সেরা গোলরক্ষক কে? এক্ষেত্রে শহিদুর রহমান সান্টুর নামটি সবচেয়ে আগে উচ্চারিত হবে এ নিয়ে কারও সংশয় নেই। মোতালেবও উঁচুমানের গোলরক্ষক ছিলেন। পরবর্তীতে মহসিন ও কাননের নামও আসবে। কিন্তু আরও একজন গোলরক্ষক ছিলেন যিনি নিয়মিত খেলতে পারলে জনপ্রিয়তার দিক দিয়ে সবাইকে ছাড়িয়ে যেতে পারতেন। হ্যাঁ লাল মোহাম্মদ আশি দশকে ঢাকা ফুটবলের জনপ্রিয় নাম। খুব বেশি দিন খেলেননি, অথচ তার খ্যাতি ছড়িয়ে পড়েছিল দেশব্যাপী। ঢাকার মাঠে দর্শকরা তাকে চুম্বক বলেই ডাকতেন। পুলিশ অ্যাথলেট ক্লাব থেকেই ঢাকা প্রথম বিভাগ ফুটবলে তার ক্যারিয়ার শুরু। ছোট দল কিন্তু লাল মোহাম্মদের নৈপুণ্য চোখে পড়ে সবারই। ১৯৮০ সালে পুলিশ অনেক শক্তিশালী দলের পয়েন্ট নষ্ট করেছিল। যার পুরো কৃতিত্বটা দেওয়া যায় লাল মোহাম্মদকে। নিশ্চিত গোল রক্ষা করে দলকে এনে দেন মূল্যবান পয়েন্ট। লাল মোহাম্মদকে অনেক বড় দলই অফার দিয়েছিল। কিন্তু ১৯৮২ সালে তিনি যোগ দেন ঐতিহ্যবাহী ঢাকা মোহামেডানে। এর আগের বছর অর্থাৎ ১৯৮১ সালে ঢাকায় প্রথমবারের মতো প্রেসিডেন্ট গোল্ড কাপ আন্তর্জাতিক ফুটবল অনুষ্ঠিত হয়। এ টুর্নামেন্টে লাল মোহাম্মদ খেলেন বাংলাদেশ জাতীয় দলে। বাংলাদেশ চ্যাম্পিয়ন হতে না পারলেও লাল মোহাম্মদের পারফরম্যান্স সবাইকে মুগ্ধ করে। মূলত এ টুর্নামেন্ট থেকেই লালের খ্যাতি ছড়িয়ে পড়ে দেশব্যাপী। বিদেশি দলগুলোও তার পারফরম্যান্সের ভূয়সী প্রশংসা করে গেছে। ১৯৮২ সালে ফেডারেশন কাপে মোহামেডান-আবাহনী যুগ্ম চ্যাম্পিয়ন হয়। অথচ পুরো ম্যাচে আবাহনী যে সুযোগ পেয়েছিল তা কাজে লাগাতে পারলে বড় ব্যবধানে জিততে পারত। লাল মোহাম্মদের দৃঢ়তায় তা সম্ভব হয়নি। আবাহনীর অসংখ্য গোল রক্ষা করেন। খেলা দেখে মনে হচ্ছিল আবাহনী যেন লড়ছে এক লাল মোহাম্মদের বিরুদ্ধে। শেষ পর্যন্ত ম্যাচ গোল শূন্য ড্র হয়। ১৯৮২ সালে লিগে ভিক্টোরিয়ার কাছে মোহামেডান হেরে যায়। এ ম্যাচের পর লালকে আর মাঠে দেখা যায়নি। অভিমান করেই তিনি ফুটবল থেকে দূরে সরে যান। সালাম মুর্শেদী ও বাদল রায় ছিলেন লালের সঙ্গী। দুজনায় স্মৃতিচারণ করে বললেন, লাল মোহাম্মদ ছিলেন অসাধারণ এক গোলরক্ষক। নিয়মিত খেলতে পারলে তার খ্যাতি অনেক দূর গিয়ে ঠেকতো। সোমবার তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে ক্রীড়াঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। দেশ হারিয়েছে একজন কৃতী ফুটবলারকে।
শিরোনাম
- জবির নারীসহ চার শিক্ষার্থীকে মারধর
- ‘আওয়ামী লীগের ডিজিটাল নিরাপত্তা আইন ছিল সবার সঙ্গে প্রতারণা’
- দুই বছরের বিরতি শেষে পর্দায় ফিরছেন বিদ্যা সিনহা মিম
- ‘গণতন্ত্রের চর্চা হোক ক্লাসরুম থেকে’ স্লোগানে চবি রাজনীতি বিজ্ঞান বিভাগে সিআর নির্বাচন
- নির্বাচন ও গণভোটের বাজেট নিয়ে কোনো সমস্যা হবে না: অর্থ উপদেষ্টা
- রংপুরে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৭
- মালয়েশিয়ায় বন্যা: শাহ আলমের আশেপাশে বেশ কয়েকটি সড়ক বন্ধ, ভ্রমণে ঝুঁকি
- সুবিধাবঞ্চিত শিশুদের সহায়তায় গাইলেন বাপ্পা মজুমদার ও কোনাল
- বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
- নগদ টাকার লেনদেন কমাতে পারলে দুর্নীতি কমে আসবে: গভর্নর
- প্রথমবারের মতো ভাড়াটিয়া-বাড়িমালিকদের নিয়ে বসছে ডিএনসিসি
- অন্যস্বর টরন্টোর আয়োজনে অভিনেত্রী শান্তা ইসলামের সঙ্গে কথোপকথন
- বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ অঞ্চল হবে দক্ষিণ এশিয়া: বিশ্বব্যাংক
- সাক্ষী না আসায় পিছিয়েছে আবু সাঈদ হত্যা মামলার শুনানি
- ৭৫ দেশের ২৫০টি সিনেমা নিয়ে ঢাকায় উৎসব
- তিন আর্জেন্টাইনের দাপটে ফাইনালে মায়ামি
- চোর সন্দেহে গণপিটুনীতে যুবক নিহত, আহত ৩
- সিডনিতে সাবেক এআইইউবিয়ানদের গ্র্যান্ড রিইউনিয়ন অনুষ্ঠিত
- জামিন পেলেন ঢাবি শিক্ষক হাফিজুর রহমান কার্জন
- বাউফলে জাল দলিল তৈরির দায়ে যুবকের কারাদণ্ড
‘গোলরক্ষক নয়, যেন চুম্বক’
বাদল রায় ও সালাম মুর্শেদী বললেন, লাল মোহাম্মদ ছিলেন অসাধারণ গোলরক্ষক
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর