টি-২০ বিশ্বকাপ থেকে অবৈধ বোলিং অ্যাকশনের জন্য সাময়িকভাবে নিষিদ্ধ রয়েছেন তারকা পেসার তাসকিন আহমেদ। তাকে আবার ফিরতে হলে পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। বোলিং অ্যাকশনের পরীক্ষা দেওয়ার জন্য কঠোর পরিশ্রম করছেন তিনি। বিসিবির স্থানীয় কোচ মাহবুল আলী জাকিরের অধীনে প্রস্তুতি নিচ্ছেন। ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের আগেই জাতীয় দলে ফিরতে মরিয়া বাংলাদেশের এই পেসার। তাসকিন বলেন, ‘হেড কোচ এখন দেশের বাইরে। তাই বিশেষজ্ঞ কোচের অধীনে অনুশীলন করছি। তিনি আমাকে অনেক সহযোগিতা করছেন। বোলিং সেশন হচ্ছে, ভিডিও সেশন হচ্ছে। সব কিছু মিলে কঠিন পরিশ্রম করতে হচ্ছে। দ্রুত উন্নতিও হচ্ছে। ভালোই লাগছে। আশা করছি খুব দ্রুত পরীক্ষার জন্য প্রস্তুত হতে পারব।’ তিনি বলেন, ‘আমি আশা করছি ইংল্যান্ড সিরিজের আগেই ফিরতে পারবো। আমি কোনো ক্রমেই এই সিরিজ মিস করতে চাই না। সেভাবেই আমি প্রস্তুতি নিচ্ছে। যেন দ্রুত সব ধরনের ক্রিকেটে আবার ফিরতে পারি।’ সব কিছু ঠিক থাকলে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহেই বোলিং পরীক্ষা দেবেন তাসকিন। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বিসিবি। তাসকিন বলেন, ‘কবে পরীক্ষা দিতে যাব এটা বলা কঠিন। এটা নির্ভর করছে আমি কতটা উন্নতি করতে পারি তার ওপর। যখন কোচরা ও বিসিবি মনে করবে এবং সব কিছু ভালো থাকবে তখনই পরীক্ষা দিতে যাব। তবে এটুকু বলতে পারি, আমার আত্মবিশ্বাস বাড়ছে।’ তাসকিনের সমস্যা খুবই সামান্য। তার সমস্যা ধরা পড়েছে কেবল বাউন্সারে। তারপরেও গতি কমানোর পক্ষে নন, তিনি। তাসকিন বলেন, ‘যাই হোক না কেন পেসের সঙ্গে কোনো আপস করব না। তবে আমার মেজর কোনো সমস্যা নেই। যেভাবে কোচরা বলছেন সেভাবেই চেষ্টা করছি। আশা করছি যতটুকু সমস্যা আছে তাও আর থাকবে না।’
শিরোনাম
- ওষুধের আগ্রাসী বিপণনে ভোক্তা অধিকার লঙ্ঘন
- রোনালদোকে ছাড়াই আল-নাসরের গোল উৎসব
- আজ ঢাকার বাতাসের মান কেমন?
- অস্ট্রেলিয়া সিরিজে নেই স্যান্টনার, দায়িত্বে ব্রেসওয়েল
- নতুন অ্যালবামে প্রকাশ করে যুক্তরাষ্ট্রে যাবে অর্থহীন
- শেষ মুহূর্তের নাটকীয় গোলে অ্যাতলেটিকোকে হারাল লিভারপুল
- কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন
- রাজধানীতে বহুতল ভবনের ছাদ থেকে পড়ে বৃদ্ধ নিহত
- রাজধানী ঢাকায় আজ যেসব কর্মসূচি
- যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে ৩ পুলিশ কর্মকর্তা নিহত
- আমিরাতকে হারিয়ে শেষ চারে ভারতের সঙ্গী পাকিস্তান
- গাজা নগরীতে দুই দিনে দেড় শতাধিক হামলা ইসরায়েলের
- গাজাবাসীকে ফের জোরপূর্বক উচ্ছেদের নিন্দায় পোপ
- স্বর্ণের দাম কমেছে
- ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞার প্রস্তাব ইউরোপিয়ান ইউনিয়নের
- ছাত্র সংসদ আর জাতীয় নির্বাচন এক নয় : টুকু
- যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র কেনা বন্ধ করলো কলম্বিয়া
- রেমিট্যান্স প্রবাহে ২৮.৫ শতাংশ প্রবৃদ্ধি
- বিশ্ব বাণিজ্যে রূপান্তর ঘটাবে কৃত্রিম বুদ্ধিমত্তা : বিশ্ব বাণিজ্য সংস্থা
- আবারও রিজার্ভ ৩১ বিলিয়ন ডলার ছাড়াল
ইংল্যান্ডের বিরুদ্ধে ফিরবেন তাসকিন!
কঠোর পরিশ্রম করছি। কিন্তু পেসের সঙ্গে কোনো আপস করব না
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

টপিক
সর্বশেষ খবর