টি-২০ বিশ্বকাপ থেকে অবৈধ বোলিং অ্যাকশনের জন্য সাময়িকভাবে নিষিদ্ধ রয়েছেন তারকা পেসার তাসকিন আহমেদ। তাকে আবার ফিরতে হলে পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। বোলিং অ্যাকশনের পরীক্ষা দেওয়ার জন্য কঠোর পরিশ্রম করছেন তিনি। বিসিবির স্থানীয় কোচ মাহবুল আলী জাকিরের অধীনে প্রস্তুতি নিচ্ছেন। ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের আগেই জাতীয় দলে ফিরতে মরিয়া বাংলাদেশের এই পেসার। তাসকিন বলেন, ‘হেড কোচ এখন দেশের বাইরে। তাই বিশেষজ্ঞ কোচের অধীনে অনুশীলন করছি। তিনি আমাকে অনেক সহযোগিতা করছেন। বোলিং সেশন হচ্ছে, ভিডিও সেশন হচ্ছে। সব কিছু মিলে কঠিন পরিশ্রম করতে হচ্ছে। দ্রুত উন্নতিও হচ্ছে। ভালোই লাগছে। আশা করছি খুব দ্রুত পরীক্ষার জন্য প্রস্তুত হতে পারব।’ তিনি বলেন, ‘আমি আশা করছি ইংল্যান্ড সিরিজের আগেই ফিরতে পারবো। আমি কোনো ক্রমেই এই সিরিজ মিস করতে চাই না। সেভাবেই আমি প্রস্তুতি নিচ্ছে। যেন দ্রুত সব ধরনের ক্রিকেটে আবার ফিরতে পারি।’ সব কিছু ঠিক থাকলে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহেই বোলিং পরীক্ষা দেবেন তাসকিন। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বিসিবি। তাসকিন বলেন, ‘কবে পরীক্ষা দিতে যাব এটা বলা কঠিন। এটা নির্ভর করছে আমি কতটা উন্নতি করতে পারি তার ওপর। যখন কোচরা ও বিসিবি মনে করবে এবং সব কিছু ভালো থাকবে তখনই পরীক্ষা দিতে যাব। তবে এটুকু বলতে পারি, আমার আত্মবিশ্বাস বাড়ছে।’ তাসকিনের সমস্যা খুবই সামান্য। তার সমস্যা ধরা পড়েছে কেবল বাউন্সারে। তারপরেও গতি কমানোর পক্ষে নন, তিনি। তাসকিন বলেন, ‘যাই হোক না কেন পেসের সঙ্গে কোনো আপস করব না। তবে আমার মেজর কোনো সমস্যা নেই। যেভাবে কোচরা বলছেন সেভাবেই চেষ্টা করছি। আশা করছি যতটুকু সমস্যা আছে তাও আর থাকবে না।’
শিরোনাম
- ঢাকায় ভূমিকম্পে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের সমবেদনা
- ভূমিকম্পে ঢাকায় ক্ষতিগ্রস্ত ভবনের তালিকা প্রকাশ
- নারায়ণগঞ্জ জেলায় ভূমিকম্পে শিশুর মৃত্যু, আহত ২৪
- যাত্রাবাড়ীতে নবীউল্লাহ নবীর গণসংযোগ
- রাজধানীতে পরিবার পরিকল্পনা কর্মীদের অবস্থান কর্মসূচি
- ‘তথ্য প্রমাণের ভিত্তিতে হাসিনার বিচার হয়েছে, তবে আপিলের সুযোগ আছে’
- বন্দর রক্ষায় হরতাল-অবরোধসহ কঠোর কর্মসূচির হুঁশিয়ারি
- পোস্টাল ভোটিং: দুই দিনে সাড়ে ৬ হাজার নিবন্ধন
- একসঙ্গে সহকারী অধ্যাপক হলেন ১৮৭০ শিক্ষক
- হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন সতর্কবার্তা
- ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদী জেলায় যে ক্ষয়ক্ষতি হয়েছে
- রাজশাহীতে বদ্ধ ঘর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
- ‘ঢাকার পুরনো ভবনগুলোর ৯০ শতাংশ বিল্ডিং কোড না মেনে নির্মিত’
- ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১০
- ধানের শীষে দেশের মানুষের আস্থা রয়েছে: দুলু
- ডেঙ্গুতে মৃত্যুহীন দিনে হাসপাতালে আরও ৪৩৬ জন
- যেভাবে স্মার্টফোনেই মিলবে ভূমিকম্পের সতর্কবার্তা
- এমন ভূমিকম্প আগে কখনও অনুভব করিনি : ফারুকী
- ভূমিকম্পে ক্ষয়ক্ষতি নিরূপণের নির্দেশনা
- ‘শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সশস্ত্র বাহিনীকে সর্বোচ্চ দক্ষতা-পেশাদারিত্ব দেখাতে হবে’
ইংল্যান্ডের বিরুদ্ধে ফিরবেন তাসকিন!
কঠোর পরিশ্রম করছি। কিন্তু পেসের সঙ্গে কোনো আপস করব না
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর