শনিবার, ২৩ জুলাই, ২০১৬ ০০:০০ টা

মুস্তাফিজের একটি ম্যাচ দেখা যাবে

ক্রীড়া প্রতিবেদক

অভিষেকেই বাজিমাত করেছেন মুস্তাফিজুর রহমান। অবিশ্বাস্য বোলিং করে মুগ্ধ করেছেন কাউন্টিসহ সাসেক্স সমর্থকদের। অনেক বাধা বিপত্তি ডিঙিয়ে মুস্তাফিজ এখন ইংল্যান্ডে। বৃহস্পতিবার পৌঁছেই গতকাল খেলতে নামেন টি-২০ ব্লাস্টে। এসেক্সের বিপক্ষে অভিষেক ম্যাচেই বাজিমাত করেন ‘কাটার মাস্টার’। পরশু মধ্যরাতে এসেক্সের বিপক্ষে দেশসেরা পেসারের খেলা দেখার জন্য মুখিয়ে ছিলেন দেশের কোটি কেটি ক্রিকেটপ্রেমী। কিন্তু দেখতে পারেননি। কোনো টিভি চ্যানেলই দেখায়নি। মুস্তাফিজ সাসেক্সের পক্ষে আরও ৭টি ম্যাচ খেলবেন। কিন্তু এদশের ক্রিকেটপ্রেমীরা মাত্র একটি খেলা দেখতে পাবেন। ৩০ জুলাই বিকাল ৪টায় সমারসেটের বিপক্ষে যে ওয়ানডে ম্যাচ, সেটা সম্প্রচার করবে স্কাই স্পোর্টস।

এসেক্সের বিপক্ষে দুই স্পেলে বোলিং করেন মুস্তাফিজ। ২৪ রানের অবিশ্বাস্য জয়ের ম্যাচে তার বোরিং ফিগার ৪-০-২৩-৪। তার দল করেছিল ২০১ রান এবং জবাবে এসেক্সের সংগ্রহ ১৭৬। এই মাসে ন্যাটওয়েস্ট ব্ল্যাস্ট টি-২০ টুর্নামেন্টে আরও দুটি ম্যাচ খেলবেন মুস্তাফিজ। কোনোটিই সম্প্রচার করবে না। রয়্যাল লন্ডন ওয়ানডে কাপের চার ম্যাচের একটি সরাসরি সমপ্রচার করবে স্কাই স্পোর্টস।

সর্বশেষ খবর