শুক্রবার, ১৪ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা
আইএইচএফ হ্যান্ডবল

দুই বিভাগেই রানার্সআপ বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

ফাইনালে উঠেছিল ঠিকই। কিন্তু বিজয় উৎসব আর হলো না। রানার্সআপের ট্রফি নিয়ে সন্তুষ্ট থাকতে হলো বাংলাদেশের পুরুষ ও মহিলাদের। আইএইচএফ ট্রফি হ্যান্ডবলে গতকাল দুই বিভাগে ফাইনালে মুখোমুখি হয় বাংলাদেশ। দুই ফাইনালেই হেরে গেছে ভারতের কাছে। শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী স্টেডিয়ামে অনুষ্ঠিত ছেলেদের ফাইনালে বাংলাদেশ ২৫-৪৬ গোলে হেরে যায় ভারতের কাছে। শুরুতে হাড্ডাহাড্ডি লড়াই করলেও পরে আর শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে কুলিয়ে উঠতে পারেনি। প্রথমার্ধে ২০-১০ ব্যবধানে এগিয়ে ছিল ভারত। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৬ গোল করেন সোহেল। এছাড়া মোহাম্মদ শাকির ৫, লুসাই ৪, রবিউল আওয়াল ৩ গোল করেন। বুধবার সেমিফাইনালে ৩৫-৩০ গোলে পাকিস্তানকে পরাজিত করে বাংলাদেশ।  অন্যদিকে মেয়েদের ফাইনালেও সহজভাবে জয়ী হয়ে ট্রফি ঘরে নিয়ে যায় ভারত। গতকাল একই ভেন্যুতে ৪৮-২৯ গোলে হেরে যায় বাংলাদেশ। গত আসরে পাকিস্তানকে হারিয়ে ট্রফি জিতে বাংলাদেশ। এবার ঘরের মাঠে তা ধরে রাখা সম্ভব হলো না। ১৯ বয়সে সীমাবদ্ধ মেয়েদের এই লড়াইয়ে পাকিস্তানকে হারিয়ে ফাইনালে উঠলেও শেষ হাসি আর হাসতে পারেনি বাংলাদেশ

সর্বশেষ খবর