Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : বুধবার, ১৫ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা
আপলোড : ১৪ ফেব্রুয়ারি, ২০১৭ ২৩:১২

দুইয়ে স্থান নিল ম্যানসিটি

ক্রীড়া ডেস্ক

দুইয়ে স্থান নিল ম্যানসিটি
ইংলিশ প্রিমিয়ার লিগে গোল পাননি। কিন্তু বর্নমাউথের বিপক্ষে চোখ জুড়ানো পারফরম্যান্স প্রদর্শন করেন ম্যানসিটির আগুয়েরা —এএফপি

মৌসুমের শুরুতে পেপ গার্ডিওলার ম্যানচেস্টার সিটি দুরন্ত খেলছিল। শীর্ষে অবস্থান করছিল তারা। তবে মাঝখানে বেশ কয়েকটা পরাজয়ে অনেকটা নিচে নেমে গিয়েছিল ম্যানসিটি। এমনকি সেরা চারের বাইরেও বেশ কয়েকদিন থাকতে হয়েছে। অবশ্য শিরোপার রেসে ভালোভাবেই ফিরেছে গার্ডিওলার শিষ্যরা। ইংলিশ প্রিমিয়ার লিগে সোমবার বর্নমাউথকে ২-০ গোলে হারিয়েছে ম্যানসিটি। রহিম স্টারলিংয়ের গোলে প্রথমার্ধেই এগিয়ে গিয়েছিল গার্ডিওলার দল। ম্যানসিটির অব্যাহত আক্রমণে দিশেহারা হয়ে বর্নমাউথের মিংস আত্মঘাতী গোল করে প্রতিপক্ষের জয়ের ব্যবধান বাড়িয়ে দেন। সোমবার রাতের এই জয়ে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে উঠে এসেছে পেপ গার্ডিওলার দল। ২৫ ম্যাচে ৫২ পয়েন্ট সংগ্রহ করেছে ম্যানসিটি। সমান ম্যাচে ৬০ পয়েন্ট সংগ্রহ করে শীর্ষে অবস্থান করছে চেলসি।


আপনার মন্তব্য