আয়ারল্যান্ডকে হারিয়ে স্বপ্নের বীজ বপন করেছিল বাংলাদেশ। ভারতের কাছে বড় ব্যবধানে হেরে মহিলা বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলার স্বপ্নটা ফিঁকে হয়ে যায় রুমানা আহমেদদের। তারপরও স্বপ্ন ছিল বিশ্বকাপ খেলার। এজন্য স্বাগতিক শ্রীলঙ্কাকে হারাতে হতো বড় ব্যবধানে। কিন্তু সেই ব্যবধানে জেতা তো হলোই না। উল্টো ডার্কওয়ার্থ লুইস (ডিএল) মেথডে হেরে গেছে ৪২ রানে। ফলে বড় হারে মহিলা বিশ্বকাপের চূড়ান্তপর্বে খেলাটা স্বপ্নই রয়ে গেল বাংলাদেশের। এদিকে চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ৭ উইকেট হারিয়ে বিশ্বকাপ নিশ্চিত করেছে ভারত। চূড়ান্ত নিশ্চিত করা বাকি তিন দল দক্ষিণ আফ্রিকা, স্বাগতিক শ্রীলঙ্কা ও পাকিস্তান। প্রোটিয়া মহিলা দল ডিএল মেথডে আয়ারল্যান্ডকে হারিয়েছে ৩৬ রানে। আগামী জুনে এই চার দল ইংল্যান্ডে বিশ্বকাপের চূড়ান্তপর্ব খেলবে। আট জাতির বিশ্বকাপের বাকি চার দল অস্ট্রেলিয়া, স্বাগতিক ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। বিশ্বকাপে খেলতে স্বাগতিক শ্রীলঙ্কাকে ২০০ রানে আটকে ২৭.১ ওভারে টপকে যেতে হতো রুমানাদের। কিংবা আগে ব্যাট করে হরাতে হতো ৮৫ রানের ব্যবধানে। এমন কঠিন সমীকরণের ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ে নামেন রুমানারা। স্বাগতিকরা প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৯ উইকেটে ১৯৭ রান করে। তিন নম্বরে ব্যাট করতে নেমে জায়াঙ্গানি ৮৪ রান করেন ১১৪ বলে ৬ চার ও ১ ছক্কায়। মহিলা দলের সফল বোলার ছিলেন অলরাউন্ডার সালমা খাতুন। ৯ ওভারের স্পেলে ১৮ রানের খরচে নেন ৩ উইকেট। টার্গেট ১৯৮ রান। কিন্তু বৃষ্টিতে খেলা শুরু হতে পারেনি। পলে ২১ ওভারে রুমানাদের টার্গেট দাঁড়ায় ১১১ রান। সেই টার্গেটে খেলতে নেমে ২১ ওভারে ৫ উইকেটে মাত্র ৬৮ রান করেন। সর্বোচ্চ ২৪ রান করেন ওপেনার নিগার সুলতানা ৫১ বলে। ওভার প্রতি যেখানে ৫ রানের ওপরে টার্গেট, সেখানে নিগারের স্ট্রাইক রেট ছিল মাত্র ৪৭.০৫! ২১ রানে অপরাজিত থাকেন শায়লা শারমিন। তার স্টাইক রেট ছিল ৬৫.৬২।
শিরোনাম
- আমরা কোন রাজনীতির কথা ভাবছি
- রাজধানীতে বায়তুল মোকাররম মসজিদের সামনে বৈদ্যুতিক খুঁটিতে আগুন, পুড়ল দোকান
- ঢাকায় ভূমিকম্পে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের সমবেদনা
- ভূমিকম্পে ঢাকায় ক্ষতিগ্রস্ত ভবনের তালিকা প্রকাশ
- নারায়ণগঞ্জ জেলায় ভূমিকম্পে শিশুর মৃত্যু, আহত ২৪
- যাত্রাবাড়ীতে নবীউল্লাহ নবীর গণসংযোগ
- রাজধানীতে পরিবার পরিকল্পনা কর্মীদের অবস্থান কর্মসূচি
- ‘তথ্য প্রমাণের ভিত্তিতে হাসিনার বিচার হয়েছে, তবে আপিলের সুযোগ আছে’
- পোস্টাল ভোটিং: দুই দিনে সাড়ে ৬ হাজার নিবন্ধন
- একসঙ্গে সহকারী অধ্যাপক হলেন ১৮৭০ শিক্ষক
- হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন সতর্কবার্তা
- ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদী জেলায় যে ক্ষয়ক্ষতি হয়েছে
- রাজশাহীতে বদ্ধ ঘর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
- ‘ঢাকার পুরনো ভবনগুলোর ৯০ শতাংশ বিল্ডিং কোড না মেনে নির্মিত’
- ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১০
- ধানের শীষে দেশের মানুষের আস্থা রয়েছে: দুলু
- ডেঙ্গুতে মৃত্যুহীন দিনে হাসপাতালে আরও ৪৩৬ জন
- যেভাবে স্মার্টফোনেই মিলবে ভূমিকম্পের সতর্কবার্তা
- এমন ভূমিকম্প আগে কখনও অনুভব করিনি : ফারুকী
- ভূমিকম্পে ক্ষয়ক্ষতি নিরূপণের নির্দেশনা
বিশ্বকাপের স্বপ্ন ভঙ্গ রুমানাদের
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর