আয়ারল্যান্ডকে হারিয়ে স্বপ্নের বীজ বপন করেছিল বাংলাদেশ। ভারতের কাছে বড় ব্যবধানে হেরে মহিলা বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলার স্বপ্নটা ফিঁকে হয়ে যায় রুমানা আহমেদদের। তারপরও স্বপ্ন ছিল বিশ্বকাপ খেলার। এজন্য স্বাগতিক শ্রীলঙ্কাকে হারাতে হতো বড় ব্যবধানে। কিন্তু সেই ব্যবধানে জেতা তো হলোই না। উল্টো ডার্কওয়ার্থ লুইস (ডিএল) মেথডে হেরে গেছে ৪২ রানে। ফলে বড় হারে মহিলা বিশ্বকাপের চূড়ান্তপর্বে খেলাটা স্বপ্নই রয়ে গেল বাংলাদেশের। এদিকে চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ৭ উইকেট হারিয়ে বিশ্বকাপ নিশ্চিত করেছে ভারত। চূড়ান্ত নিশ্চিত করা বাকি তিন দল দক্ষিণ আফ্রিকা, স্বাগতিক শ্রীলঙ্কা ও পাকিস্তান। প্রোটিয়া মহিলা দল ডিএল মেথডে আয়ারল্যান্ডকে হারিয়েছে ৩৬ রানে। আগামী জুনে এই চার দল ইংল্যান্ডে বিশ্বকাপের চূড়ান্তপর্ব খেলবে। আট জাতির বিশ্বকাপের বাকি চার দল অস্ট্রেলিয়া, স্বাগতিক ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। বিশ্বকাপে খেলতে স্বাগতিক শ্রীলঙ্কাকে ২০০ রানে আটকে ২৭.১ ওভারে টপকে যেতে হতো রুমানাদের। কিংবা আগে ব্যাট করে হরাতে হতো ৮৫ রানের ব্যবধানে। এমন কঠিন সমীকরণের ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ে নামেন রুমানারা। স্বাগতিকরা প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৯ উইকেটে ১৯৭ রান করে। তিন নম্বরে ব্যাট করতে নেমে জায়াঙ্গানি ৮৪ রান করেন ১১৪ বলে ৬ চার ও ১ ছক্কায়। মহিলা দলের সফল বোলার ছিলেন অলরাউন্ডার সালমা খাতুন। ৯ ওভারের স্পেলে ১৮ রানের খরচে নেন ৩ উইকেট। টার্গেট ১৯৮ রান। কিন্তু বৃষ্টিতে খেলা শুরু হতে পারেনি। পলে ২১ ওভারে রুমানাদের টার্গেট দাঁড়ায় ১১১ রান। সেই টার্গেটে খেলতে নেমে ২১ ওভারে ৫ উইকেটে মাত্র ৬৮ রান করেন। সর্বোচ্চ ২৪ রান করেন ওপেনার নিগার সুলতানা ৫১ বলে। ওভার প্রতি যেখানে ৫ রানের ওপরে টার্গেট, সেখানে নিগারের স্ট্রাইক রেট ছিল মাত্র ৪৭.০৫! ২১ রানে অপরাজিত থাকেন শায়লা শারমিন। তার স্টাইক রেট ছিল ৬৫.৬২।
শিরোনাম
- শততম টেস্টে শতক হাঁকালেন মুশফিক
- প্রথম মরক্কান হিসেবে আফ্রিকার বর্ষসেরা হাকিমি
- ভারতকে হারিয়ে র্যাঙ্কিংয়ে তিন ধাপ এগুলো বাংলাদেশে
- ভারতের সঙ্গে পূর্ণমাত্রায় যুদ্ধ শুরুর আশঙ্কা পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
- জাতীয় পুনর্জাগরণের নেতা
- চিড়িয়াখানায় ঠাঁই হলো সেই মুখপোড়া হনুমানের
- তত্ত্বাবধায়ক ফেরা প্রশ্নে আপিলের রায় আজ
- রাবি শিক্ষার্থীদের ওপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ
- বিপিএল নিলামের নতুন তারিখ ঘোষণা
- স্বর্ণের দাম বেড়েছে
- বগুড়ায় তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে পথসভা ও গণসংযোগ
- গাজায় ৩ হাজার পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দিতে চায় ইইউ
- অজিত দোভালকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানালেন খলিলুর রহমান
- শেখ হাসিনাকে বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে ফিরিয়ে রায় কার্যকর করতে হবে : দুলু
- সাইফের স্ট্যালিয়ন্সকে হারাল তাসকিনের নর্দান ওয়ারিয়র্স
- তা’মীরুল মিল্লাত মাদরাসার টঙ্গী শাখা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
- ৪২ বছর বয়সে বিশ্বকাপ খেলার সুযোগ পেলেন স্কটিশ গোলরক্ষক গর্ডন
- দেশে থেকেই কার্ড দিয়ে বিদেশি রুটের বিমানের টিকিট কেনা যাবে
- জিয়া পরিবার ফোবিয়ায় যারা ভোগেন, তাদের জনভিত্তি নেই : প্রিন্স
- বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত করলো ডেনমার্ক
বিশ্বকাপের স্বপ্ন ভঙ্গ রুমানাদের
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর