আয়ারল্যান্ডকে হারিয়ে স্বপ্নের বীজ বপন করেছিল বাংলাদেশ। ভারতের কাছে বড় ব্যবধানে হেরে মহিলা বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলার স্বপ্নটা ফিঁকে হয়ে যায় রুমানা আহমেদদের। তারপরও স্বপ্ন ছিল বিশ্বকাপ খেলার। এজন্য স্বাগতিক শ্রীলঙ্কাকে হারাতে হতো বড় ব্যবধানে। কিন্তু সেই ব্যবধানে জেতা তো হলোই না। উল্টো ডার্কওয়ার্থ লুইস (ডিএল) মেথডে হেরে গেছে ৪২ রানে। ফলে বড় হারে মহিলা বিশ্বকাপের চূড়ান্তপর্বে খেলাটা স্বপ্নই রয়ে গেল বাংলাদেশের। এদিকে চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ৭ উইকেট হারিয়ে বিশ্বকাপ নিশ্চিত করেছে ভারত। চূড়ান্ত নিশ্চিত করা বাকি তিন দল দক্ষিণ আফ্রিকা, স্বাগতিক শ্রীলঙ্কা ও পাকিস্তান। প্রোটিয়া মহিলা দল ডিএল মেথডে আয়ারল্যান্ডকে হারিয়েছে ৩৬ রানে। আগামী জুনে এই চার দল ইংল্যান্ডে বিশ্বকাপের চূড়ান্তপর্ব খেলবে। আট জাতির বিশ্বকাপের বাকি চার দল অস্ট্রেলিয়া, স্বাগতিক ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। বিশ্বকাপে খেলতে স্বাগতিক শ্রীলঙ্কাকে ২০০ রানে আটকে ২৭.১ ওভারে টপকে যেতে হতো রুমানাদের। কিংবা আগে ব্যাট করে হরাতে হতো ৮৫ রানের ব্যবধানে। এমন কঠিন সমীকরণের ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ে নামেন রুমানারা। স্বাগতিকরা প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৯ উইকেটে ১৯৭ রান করে। তিন নম্বরে ব্যাট করতে নেমে জায়াঙ্গানি ৮৪ রান করেন ১১৪ বলে ৬ চার ও ১ ছক্কায়। মহিলা দলের সফল বোলার ছিলেন অলরাউন্ডার সালমা খাতুন। ৯ ওভারের স্পেলে ১৮ রানের খরচে নেন ৩ উইকেট। টার্গেট ১৯৮ রান। কিন্তু বৃষ্টিতে খেলা শুরু হতে পারেনি। পলে ২১ ওভারে রুমানাদের টার্গেট দাঁড়ায় ১১১ রান। সেই টার্গেটে খেলতে নেমে ২১ ওভারে ৫ উইকেটে মাত্র ৬৮ রান করেন। সর্বোচ্চ ২৪ রান করেন ওপেনার নিগার সুলতানা ৫১ বলে। ওভার প্রতি যেখানে ৫ রানের ওপরে টার্গেট, সেখানে নিগারের স্ট্রাইক রেট ছিল মাত্র ৪৭.০৫! ২১ রানে অপরাজিত থাকেন শায়লা শারমিন। তার স্টাইক রেট ছিল ৬৫.৬২।
শিরোনাম
- জবির নারীসহ চার শিক্ষার্থীকে মারধর
- ‘আওয়ামী লীগের ডিজিটাল নিরাপত্তা আইন ছিল সবার সঙ্গে প্রতারণা’
- দুই বছরের বিরতি শেষে পর্দায় ফিরছেন বিদ্যা সিনহা মিম
- ‘গণতন্ত্রের চর্চা হোক ক্লাসরুম থেকে’ স্লোগানে চবি রাজনীতি বিজ্ঞান বিভাগে সিআর নির্বাচন
- নির্বাচন ও গণভোটের বাজেট নিয়ে কোনো সমস্যা হবে না: অর্থ উপদেষ্টা
- রংপুরে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৭
- মালয়েশিয়ায় বন্যা: শাহ আলমের আশেপাশে বেশ কয়েকটি সড়ক বন্ধ, ভ্রমণে ঝুঁকি
- সুবিধাবঞ্চিত শিশুদের সহায়তায় গাইলেন বাপ্পা মজুমদার ও কোনাল
- বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
- নগদ টাকার লেনদেন কমাতে পারলে দুর্নীতি কমে আসবে: গভর্নর
- প্রথমবারের মতো ভাড়াটিয়া-বাড়িমালিকদের নিয়ে বসছে ডিএনসিসি
- অন্যস্বর টরন্টোর আয়োজনে অভিনেত্রী শান্তা ইসলামের সঙ্গে কথোপকথন
- বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ অঞ্চল হবে দক্ষিণ এশিয়া: বিশ্বব্যাংক
- সাক্ষী না আসায় পিছিয়েছে আবু সাঈদ হত্যা মামলার শুনানি
- ৭৫ দেশের ২৫০টি সিনেমা নিয়ে ঢাকায় উৎসব
- তিন আর্জেন্টাইনের দাপটে ফাইনালে মায়ামি
- চোর সন্দেহে গণপিটুনীতে যুবক নিহত, আহত ৩
- সিডনিতে সাবেক এআইইউবিয়ানদের গ্র্যান্ড রিইউনিয়ন অনুষ্ঠিত
- জামিন পেলেন ঢাবি শিক্ষক হাফিজুর রহমান কার্জন
- বাউফলে জাল দলিল তৈরির দায়ে যুবকের কারাদণ্ড
বিশ্বকাপের স্বপ্ন ভঙ্গ রুমানাদের
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর