আয়ারল্যান্ডকে হারিয়ে স্বপ্নের বীজ বপন করেছিল বাংলাদেশ। ভারতের কাছে বড় ব্যবধানে হেরে মহিলা বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলার স্বপ্নটা ফিঁকে হয়ে যায় রুমানা আহমেদদের। তারপরও স্বপ্ন ছিল বিশ্বকাপ খেলার। এজন্য স্বাগতিক শ্রীলঙ্কাকে হারাতে হতো বড় ব্যবধানে। কিন্তু সেই ব্যবধানে জেতা তো হলোই না। উল্টো ডার্কওয়ার্থ লুইস (ডিএল) মেথডে হেরে গেছে ৪২ রানে। ফলে বড় হারে মহিলা বিশ্বকাপের চূড়ান্তপর্বে খেলাটা স্বপ্নই রয়ে গেল বাংলাদেশের। এদিকে চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ৭ উইকেট হারিয়ে বিশ্বকাপ নিশ্চিত করেছে ভারত। চূড়ান্ত নিশ্চিত করা বাকি তিন দল দক্ষিণ আফ্রিকা, স্বাগতিক শ্রীলঙ্কা ও পাকিস্তান। প্রোটিয়া মহিলা দল ডিএল মেথডে আয়ারল্যান্ডকে হারিয়েছে ৩৬ রানে। আগামী জুনে এই চার দল ইংল্যান্ডে বিশ্বকাপের চূড়ান্তপর্ব খেলবে। আট জাতির বিশ্বকাপের বাকি চার দল অস্ট্রেলিয়া, স্বাগতিক ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। বিশ্বকাপে খেলতে স্বাগতিক শ্রীলঙ্কাকে ২০০ রানে আটকে ২৭.১ ওভারে টপকে যেতে হতো রুমানাদের। কিংবা আগে ব্যাট করে হরাতে হতো ৮৫ রানের ব্যবধানে। এমন কঠিন সমীকরণের ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ে নামেন রুমানারা। স্বাগতিকরা প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৯ উইকেটে ১৯৭ রান করে। তিন নম্বরে ব্যাট করতে নেমে জায়াঙ্গানি ৮৪ রান করেন ১১৪ বলে ৬ চার ও ১ ছক্কায়। মহিলা দলের সফল বোলার ছিলেন অলরাউন্ডার সালমা খাতুন। ৯ ওভারের স্পেলে ১৮ রানের খরচে নেন ৩ উইকেট। টার্গেট ১৯৮ রান। কিন্তু বৃষ্টিতে খেলা শুরু হতে পারেনি। পলে ২১ ওভারে রুমানাদের টার্গেট দাঁড়ায় ১১১ রান। সেই টার্গেটে খেলতে নেমে ২১ ওভারে ৫ উইকেটে মাত্র ৬৮ রান করেন। সর্বোচ্চ ২৪ রান করেন ওপেনার নিগার সুলতানা ৫১ বলে। ওভার প্রতি যেখানে ৫ রানের ওপরে টার্গেট, সেখানে নিগারের স্ট্রাইক রেট ছিল মাত্র ৪৭.০৫! ২১ রানে অপরাজিত থাকেন শায়লা শারমিন। তার স্টাইক রেট ছিল ৬৫.৬২।
শিরোনাম
- ভূমিকম্পের উৎপত্তিস্থল এলাকার মাটিতে ফাটল থেকে নমুনা সংগ্রহ
- ২৩ নভেম্বর : আজকের নামাজের সময়সূচি
- এই সময়ে গ্যাস কূপে ড্রিলিং কাজ বন্ধ রাখা শ্রেয়, ফেসবুকে আবহাওয়াবিদ পলাশ
- রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি
- ক্ষতিগ্রস্ত ভবনগুলোর নিরাপত্তাঝুঁকি খতিয়ে দেখতে তদন্ত কমিটি
- তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বুড়িচংয়ে দোয়া মাহফিল
- ধর্মের দোহাই দিয়ে টিকেট বিক্রি করে কাজ হবে না: তানিয়া রব
- জবিতেও ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে রবিবার
- সোনারগাঁয়ে বিএনপির মনোনীত প্রার্থী মান্নানের সম্প্রীতি সমাবেশ
- ভূমিকম্প: ঢাবিতে রবিবারের ক্লাস-পরীক্ষা স্থগিত
- নোয়াখালীতে প্রয়াত ১০৯ বিএনপি নেতাকর্মীর পরিবারকে ক্রেস্ট ও সংবর্ধনা
- তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ বিনির্মাণে ধানের শীষের বিকল্প নেই: দুলু
- ভূমিকম্পে নিহত শিশুর শেষ বিদায়ে পাশে থাকতে পারেননি বাবা-মা
- বিএনপি ক্ষমতায় থাকলে নারীরা সুরক্ষিত থাকে: শামা ওবায়েদ
- নরসিংদীর মাধবদী কীভাবে শক্তিশালী ভূমিকম্পের কেন্দ্রে পরিণত হলো?
- 'তারেক রহমান প্রধানমন্ত্রী হলে প্রতিটি পরিবারের হাতে ফ্যামিলি কার্ড দেওয়া হবে'
- মুস্তাফিজকে আবারও দলে নিলো ক্যাপিটালস
- বাগেরহাটে কবি হিমেল বরকতের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত
- ঢাকায় ভূমিকম্পে নিহত বগুড়ার রাফিউলের দাফন সম্পন্ন
- ‘নির্বাচনকে নানাভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে’
বিশ্বকাপের স্বপ্ন ভঙ্গ রুমানাদের
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর