দেশের সবচেয়ে জমজমাট ক্রিকেট আসর বিপিএল। সাত দলের অংশগ্রহণে পঞ্চম আসর মাঠে গড়াবে ৪ নভেম্বর। আসরের অন্যতম শক্তিশালী দল রংপুর রাইডার্স। মাশরাফি বিন মর্তুজা, ক্রিস গেইলদের মতো বিশ্বসেরা ক্রিকেটারদের নিয়ে গড়া শিরোপা প্রত্যাশী দলটি এবার আসরকে চমকে দিতে প্রতিজ্ঞাবদ্ধ। রংপুর রাইডার্সের ফ্রাঞ্চাইজি দেশের শীর্ষ শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপ। এছাড়া দেশের বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান ও ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো স্পন্সর করছে রংপুর রাইডার্সকে। গতকাল ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের কনফারেন্স রুমে দলটির সঙ্গে স্পন্সরশিপ চুক্তি করেছে বসুন্ধরা এলপি গ্যাস, ফিনিক্স গ্রুপ, এস্কোয়ার ইলেক্ট্রনিক্স ও আরআরএম গ্রুপ। বুধবার চুক্তি করেছিল দেশের বৃহত্তম সেলফোন কোম্পানি নকিয়া। গতকাল বসুন্ধরা এলপি গ্যাস ও রংপুর রাইডার্সের মধ্যে চুক্তি স্বাক্ষর করেন বসুন্ধরা এলপি গ্যাসের হেড অব মার্কেটিং এমএম জসিমউদ্দীন ও রংপুর রাইডার্সের প্রধান নির্বাহী ইশতিয়াক সাদেক। রংপুর রাইডার্সের স্পন্সর হয়ে বসুন্ধরা এলপি গ্যাসের জসিমউদ্দীন উচ্ছ্বসিত, ‘বাংলাদেশের বৃহত্তম এলপি গ্যাস ব্রান্ড বসুন্ধরা। ভালো ক্রিকেটারদের নিয়ে শক্তিশালী দল গড়েছে রংপুর রাইডার্স। আমি বিশ্বাস করি আমাদের দুই পক্ষের সম্মিলন অনেকবেশি উজ্জ্বলতা বাড়াবে এবার।’ গতকাল চার প্রতিষ্ঠানের মধ্যে ফিনিক্স গ্রুপের সঙ্গে সবার আগে চুক্তি স্বাক্ষরিত হয়। রংপুর রাইডার্সের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেন ফিনিক্স গ্রুপের পরিচালক ড. মোহাম্মদ নজরুল ইসলাম। এস্কোয়ার ইলেকট্রনিক্স গ্রুপের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন ব্যবস্থাপনা পরিচালক আরিফুর রহমান এবং আরআরএম গ্রুপের পক্ষে চুক্তি করেন সুমন চৌধুরী। বুধবার নকিয়ার সঙ্গে চুক্তিবব্ধ হয় রংপুর রাইডার্স। রংপুরের পক্ষে দলটির সিইও ইশতিয়াক সাদেকের সঙ্গে চুক্তি করেন নকিয়ার ইউনিয়ন গ্রুপের চেয়ারম্যান রানা শফিউল্লাহ। গতকাল স্পন্সরশিপ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রংপুর রাইডার্সের চেয়ারম্যান মোস্তফা আজাদ মহিউদ্দিনসহ বসুন্ধরা গ্রুপ ও বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তারা।
শিরোনাম
- স্কুল-কলেজের সিসি ক্যামেরাগুলো ভোটকেন্দ্রে ব্যবহার করতে চায় ইসি
- সংসদ নির্বাচনে প্রতিবন্ধীদের ভাবনা জানতে চায় ইসি
- জেতার সম্ভাবনা আছে এমন শরিকদের জন্য আসন ছাড়বে বিএনপি : আমীর খসরু
- ‘যে বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম, সেই বাংলাদেশ পাইনি’
- বাকৃবির উদ্ভাবন: দেশের প্রথম হাঁসের ডাক প্লেগ ভ্যাকসিন
- ফোনে অশ্লীল বার্তা পাঠালে দুই বছরের দণ্ড ও জরিমানা
- খুলনায় নবায়নযোগ্য শক্তি বিষয়ক বিতর্ক উৎসব শুক্রবার
- চুক্তির আমলাদের হাতেই প্রশাসনের লাগাম
- জাতিসংঘের প্রতিনিধিদল ঢাকায় আসছে
- কুমার বিশ্বজিতের সুরে কিশোরের নতুন গান
- লাবুশেনের ব্যাটে রানের ফোয়ারা
- বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান কত?
- সিরাজগঞ্জে অটোচালক হত্যার রহস্য উদঘাটন, তিনজন গ্রেফতার
- শাবিপ্রবি ছাত্রদল সভাপতির উদ্যোগে মুক্ত দুই ছাত্র ইউনিয়ন নেতা
- আশুলিয়ায় গুঁড়িয়ে দেওয়া হলো ৬ ইটভাটা
- নাফ নদে ৬ রোহিঙ্গা জেলেকে অপহরণ
- আরও এক ইসরায়েলি বন্দির মরদেহ হস্তান্তর করল হামাস
- টিভিতে আজকের কোন খেলা কোথায় দেখবেন
- রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি
- সৌদিতে অননুমোদিত সভা-সমাবেশে অংশ না নিতে দূতাবাসের সতর্কতা
স্পন্সরের হিড়িক রংপুর রাইডার্সে
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর