দেশের সবচেয়ে জমজমাট ক্রিকেট আসর বিপিএল। সাত দলের অংশগ্রহণে পঞ্চম আসর মাঠে গড়াবে ৪ নভেম্বর। আসরের অন্যতম শক্তিশালী দল রংপুর রাইডার্স। মাশরাফি বিন মর্তুজা, ক্রিস গেইলদের মতো বিশ্বসেরা ক্রিকেটারদের নিয়ে গড়া শিরোপা প্রত্যাশী দলটি এবার আসরকে চমকে দিতে প্রতিজ্ঞাবদ্ধ। রংপুর রাইডার্সের ফ্রাঞ্চাইজি দেশের শীর্ষ শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপ। এছাড়া দেশের বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান ও ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো স্পন্সর করছে রংপুর রাইডার্সকে। গতকাল ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের কনফারেন্স রুমে দলটির সঙ্গে স্পন্সরশিপ চুক্তি করেছে বসুন্ধরা এলপি গ্যাস, ফিনিক্স গ্রুপ, এস্কোয়ার ইলেক্ট্রনিক্স ও আরআরএম গ্রুপ। বুধবার চুক্তি করেছিল দেশের বৃহত্তম সেলফোন কোম্পানি নকিয়া। গতকাল বসুন্ধরা এলপি গ্যাস ও রংপুর রাইডার্সের মধ্যে চুক্তি স্বাক্ষর করেন বসুন্ধরা এলপি গ্যাসের হেড অব মার্কেটিং এমএম জসিমউদ্দীন ও রংপুর রাইডার্সের প্রধান নির্বাহী ইশতিয়াক সাদেক। রংপুর রাইডার্সের স্পন্সর হয়ে বসুন্ধরা এলপি গ্যাসের জসিমউদ্দীন উচ্ছ্বসিত, ‘বাংলাদেশের বৃহত্তম এলপি গ্যাস ব্রান্ড বসুন্ধরা। ভালো ক্রিকেটারদের নিয়ে শক্তিশালী দল গড়েছে রংপুর রাইডার্স। আমি বিশ্বাস করি আমাদের দুই পক্ষের সম্মিলন অনেকবেশি উজ্জ্বলতা বাড়াবে এবার।’ গতকাল চার প্রতিষ্ঠানের মধ্যে ফিনিক্স গ্রুপের সঙ্গে সবার আগে চুক্তি স্বাক্ষরিত হয়। রংপুর রাইডার্সের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেন ফিনিক্স গ্রুপের পরিচালক ড. মোহাম্মদ নজরুল ইসলাম। এস্কোয়ার ইলেকট্রনিক্স গ্রুপের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন ব্যবস্থাপনা পরিচালক আরিফুর রহমান এবং আরআরএম গ্রুপের পক্ষে চুক্তি করেন সুমন চৌধুরী। বুধবার নকিয়ার সঙ্গে চুক্তিবব্ধ হয় রংপুর রাইডার্স। রংপুরের পক্ষে দলটির সিইও ইশতিয়াক সাদেকের সঙ্গে চুক্তি করেন নকিয়ার ইউনিয়ন গ্রুপের চেয়ারম্যান রানা শফিউল্লাহ। গতকাল স্পন্সরশিপ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রংপুর রাইডার্সের চেয়ারম্যান মোস্তফা আজাদ মহিউদ্দিনসহ বসুন্ধরা গ্রুপ ও বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তারা।
শিরোনাম
- স্ত্রী-মেয়েসহ সাবেক মন্ত্রী নানকের ৫৭ ব্যাংক হিসাব অবরুদ্ধ
- বিপিএল থেকে নাম প্রত্যাহার তামিমের
- মাদারীপুরে ৪ প্লাটুন বিজিবি মোতায়েন, টহল জোরদার
- ঢাকা-খুলনা মহাসড়কে গাছ ফেলে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ
- নারায়ণগঞ্জ শহরে জামায়াতের অবস্থান কর্মসূচি
- সাভার ও ধামরাইয়ে নাশকতার অভিযোগে গ্রেপ্তার ১৫
- ট্রাইব্যুনালে ৪৫৩ পৃষ্ঠার রায় পড়া চলছে
- রাজধানীর নিরাপত্তায় ১৫ হাজার পুলিশ মোতায়েন
- হাসিনার মামলার রায় দিতে ট্রাইব্যুনালের কার্যক্রম চলছে
- মক্কা-মদিনা রুটে ভয়াবহ বাস দুর্ঘটনা, নিহত অন্তত ৪২ ভারতীয় ওমরাহযাত্রী
- মামলা নিয়ে মুখ খুললেন মেহজাবীন
- লুটের টাকায় ককটেল কিনে আওয়ামী লীগের নাশকতা : রিজভী
- শাকসুর প্রার্থী হতে লাগবে ডোপ টেস্ট
- এজলাসে পৌঁছেছেন প্রসিকিউশন টিম ও আসামিপক্ষের আইনজীবী
- পরিস্থিতি মোকাবিলায় সরকার প্রস্তুত: পরিবেশ উপদেষ্টা
- ট্রাম্পের গাজা শান্তি পরিকল্পনা নিয়ে জাতিসংঘে ভোটাভুটি আজ
- বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
- মেহেরপুর–কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে আগুন জ্বালিয়ে অবরোধ
- যে কারণে আপিল করতে পারবেন না হাসিনা
- শাহবাগের ছবির হাটে ককটেল বিস্ফোরণ
স্পন্সরের হিড়িক রংপুর রাইডার্সে
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর