রবিবার, ২৪ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

৪৭ বছরেও সোনা জয় আজহারুলের

ক্রীড়া প্রতিবেদক

বয়স ৪৭। কর্মজীবনে ব্যস্ত সময় পার করার কথা। যদি সেটা কোনো অ্যাথলেটের বয়স হয়, তাহলে চিন্তায় আসবে হয়তো কোচিং করাচ্ছেন। কিংবা, অবসর জীবন কাটাচ্ছেন। কিন্তু কিশোরগঞ্জের আজহারুল ইসলাম সব ভাবনাকে দূর করে এখনো ট্রাক কাঁপিয়ে বেড়াচ্ছেন। বয়স হাফসেঞ্চুরির কাছাকাছি, তারপরও তরুণের মতোই শক্তিশালী এবং উদ্যোমী। এই বয়সেই তিনি ডিসকাস থ্রো করে সোনা জিতেছেন জাতীয় অ্যাথলেটিক্সে। অবিশ্বাস্য হলেও সত্যি, আজহারুল শুধু সোনা জিতে ক্ষান্ত থাকেননি ১১ বছরের পুরনো রেকর্ড ভেঙে গড়েছেন নতুন জাতীয় রেকর্ড। গতকাল শীতের বিকালে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ নৌ বাহিনীর এই অ্যাথলেট সোনা জিতেছেন ৪৪.৩৭ মিটার দূরত্বে ডিসকাস ছুড়ে। ২০০৬ সালে ৪৪.০৬ মিটার দূরত্বে ছোড়া রেকর্ডটির মালিক ছিলেন আজহারুলই। অ্যাথলেটিক্সে আজহারের অভিষেক আজ থেকে ২৩ বছর আগে, ১৯৯৪ সালে। জাতীয় চ্যাম্পিয়নশিপ সোনা জিতেছেন ১৯৯৬ সালে। এরপর গত ২১ বছরে সব মিলিয়ে আজহারুল সোনা জিতেছেন ৩২টি।

সর্বশেষ খবর