জুভেন্টাসের হয়ে ১০ নম্বর জার্সিতেই খেলেন পাওলো দিবালা। কিন্তু আর্জেন্টিনা দলে তার জার্সি নম্বর ২১। লিওনেল মেসির মতো বিশ্বসেরা তারকা থাকতে দিবালার ১০ নম্বর জার্সি পড়ার সুযোগ কোথায়! তবে দিবালা যে ১০ নম্বর জার্সির যোগ্যই তা বলার অপেক্ষা রাখে না। ২০১৫ সালে ৩২ মিলিয়ন ইউরো দিয়ে দিবালাকে দলে ভিড়িয়েছিল ইতালির ক্লাবটি। ২০১৫-১৬ মৌসুমে জুভেন্টাসের হয়ে খেলতে নেমে প্রথম ম্যাচেই গোল পেয়ে যান এই আর্জেন্টাইন ফরোয়ার্ড। ইতালিয়ান ক্লাবটির ইতিহাসে আর মাত্র একজনই তার প্রথম ম্যাচে গোল পেয়েছিলেন। তিনি রবার্তো ব্যাজিও। দ্বিতীয় ফুটবলার হিসেবে অভিষেকে গোল করেন দিবালা ক্লাব কর্তাদের নজর কাড়েন। ২০১৬-১৭ মৌসুমেও দিবালা দুর্দান্ত দেখিয়েছেন। চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনার বিরুদ্ধে ম্যাচে প্রথম লেগে দিবালার জোড়া গোলেই জয় পেয়েছিল জুভেন্টাস। এরপর দিবালার সঙ্গে চুক্তি মেয়াদ বাড়িয়ে ২০২২ সাল পর্যন্ত করা হয়। এই মৌসুমে দিবালা আরও উজ্জ্বল ছিলেন। ইউরোপের সেরা ষষ্ঠ ফুটবলার হন। জুভেন্টাসে প্রথমে দিবালার জার্সি নম্বর ছিল ২১। কিন্তু পরে তাকে ১০ নম্বর জার্সি দেওয়া। প্রতিটি ম্যাচে নিজেকে মেলে ধরেছেন এই আর্জেন্টাইন। দিবালাকে দলে নেওয়ার জন্য মুখিয়ে রয়েছে স্পেনের দুই শীর্ষ ক্লাব রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে, ক্লাব ফুটবলে দুর্দান্ত দাপট দেখালেও আর্জেন্টিনা দলে ঠিকমতো সুযোগই পাচ্ছেন এই তুখোড় ফরোয়ার্ড। বিশ্বকাপে প্রথম ম্যাচে তাকে মাঠেই নামায়নি কোচ সাম্পাওলি। দ্বিতীয় ম্যাচে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে আর্জেন্টিনা ৩ গোল হজম করার পর তার কথা মনে হয়েছিল কোচের। কিন্তু শেষের দিকে কিছু করার ছিল না। নাইজেরিয়ার বিরুদ্ধেও তার সুযোগ হয়নি। এমন দাপুটে এক ফুটবলারকে সাইড বেঞ্চে বসিয়ে রাখছে আর্জেন্টিনা? অনেকেই ধারণা করছেন দিবালাকে পছন্দ করেন না আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। সে কারণেই তার খেলা হচ্ছে না। কেউ কেউ বলছেন— কোচের সঙ্গে দিবালার সম্পর্ক ভালো নয়! এমন ব্যক্তি স্বার্থের কারণেই কি দিবালার মতো ফুটবলারকে উপেক্ষা করা হচ্ছে! নাইজেরিয়ার বিরুদ্ধে ম্যাচে পুরো সময় খেলেছেন গঞ্জালো হিগুয়েন। জুভেন্টাসে তিনি দিবালার সতীর্থ। মজার বিষয় হচ্ছে, যে হিগুয়েন জুভেন্টাসে নিয়মিত দলেই সুযোগ পান না তাকেই আর্জেন্টিনা দলে বাড়তি খাতির করা হচ্ছে। অথচ জুভেন্টাসের সেরা খেলোয়াড়কে সাইড বেঞ্চে বসিয়ে রেখেছে আর্জেন্টিনা।
বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে আর্জেন্টিনার প্রতিপক্ষ ভয়ঙ্কর দল ফ্রান্স। যদিও আগের ম্যাচে দিবালাকে ছাড়াই নাইজেরিয়ার বিরুদ্ধে দুর্দান্ত খেলেছে আলবেসিলেস্তোরা। তবে ফরাসিদের বিরুদ্ধে ভালো ফল পেতে হলে দিবালাকে মাঠে নামানো জরুরি।