এগিয়ে আসছে সাফ চ্যাম্পিয়নশিপ। ঘড়ির কাঁটায় বাকি মাত্র তিন দিন। ৪ সেপ্টেম্বর মাঠে গড়াবে দক্ষিণ এশিয়ার বিশ্বকাপ ‘সাফ চ্যাম্পিয়ন’। আগাম প্রস্তুতি নিতে একটু আগেই ঢাকায় পা রেখেছে প্রথম আসরের চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা। অপরাপর দলগুলো আগামীকাল ও পরশু পা রাখবে। চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে শেষ সময়ের প্রস্তুতি নিচ্ছে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম। চ্যাম্পিয়নশিপের প্রস্তুতি নিয়ে গতকাল সংবাদ সম্মেলন করে বাফুফে। সিনিয়র সহ-সভাপতি আবদুস সালাম মুর্শেদির উপস্থিতিতে জানানো হয়, প্রতিটি খেলায় মাত্র পাঁচ হাজার টিকিট ছাড়া হবে দর্শকের জন্য। ৬২টি জেলা ক্রীড়া সংস্থাকে ১০০টি করে ৬২০০, প্রিমিয়ার লিগের ১৩ ক্লাবকে ২০০টি করে ২৬০০, চ্যাম্পিয়ন্স লিগের ১১ ক্লাবকে ২০০টি করে ২২০০, প্রথম বিভাগের ১২ ক্লাবকে ৫০টি করে ৬০০, দ্বিতীয় বিভাগের ১৫ ক্লাবকে ৫০টি করে ৭৫০, তৃতীয় বিভাগের ২১ ক্লাবকে ৫০টি করে ১০৫০, পাইওনিয়ারের ৮০ ক্লাবকে ১০টি করে ৮০০, স্পন্সর কোম্পানি ১০০০, বাফুফে এক্সো ২২০, গভর্নিং অর্গানাইজিং কমিটি ১০০০ এবং অন্যদের ১০০০টি করে মোট ১৭ হাজার ৪২০টি টিকিটি ফ্রি দেওয়া হবে প্রতিদিন। দর্শকদের জন্য টিকিট বিক্রয় হবে মাত্র পাঁচ হাজার। ফ্রি টিকিট বিতরণ করে বাফুফে চাইছে দর্শক টানতে। যদি এমন পরিকল্পনা থাকে, তাহলে স্কুলগুলোর জন্য টিকিট রাখা হয়নি কেন? চ্যাম্পিয়নশিপের দলগুলোর নিরপত্তা দেওয়া হবে সর্বোচ্চ। আগামীকাল আসবে ভুটান ও নেপাল। পরশু ঢাকায় পা রাখবে ভারত ও মালদ্বীপ। এখনো নিশ্চিত হয়নি পাকিস্তানের আসার তারিখ। ওয়েস্টিন হোটেলে থাকবে ভরত, পাকিস্তান ও নেপাল এবং ফার্স হোটেলে থাকবে স্বাগতিক বাংলাদেশ, ভুটান, শ্রীলঙ্কা ও মালদ্বীপ। ম্যাচ অফিশিয়ালরা থাকবেন পূর্বাণী হোটেলে। দলগুলোর অনুশীলন করবে আবাহনী মাঠ, শেখ জামাল ধানমন্ডি মাঠ, নৌবাহিনী মাঠ ও উত্তরা এপিবিএন মাঠে। সাত জাতির চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে নেপাল ও পাকিস্তান। একই দিন সন্ধ্যা ৭টায় খেলবে বাংলাদেশ ও ভুটান।
ফাইনাল ১৬ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টায়। সেমিফাইনাল দুটি ১২ সেপ্টেম্বর বিকাল ৪টা ও সন্ধ্যা ৭টায়। চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ খেলছে ‘এ’ গ্রুপে। স্বাগতিকদের পরের দুই ম্যাচ ৬ সেপ্টেম্বর পাকিস্তান ও ৮ সেপ্টেম্বর নেপাল।
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        