শুক্রবার, ২২ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা
চকবাজার ট্র্যাজেডি

শোকাহত টাইগাররা

ক্রীড়া ডেস্ক

একুশে ফেব্রুয়ারি এলেই এ দেশের মানুষের মন ভারাক্রান্ত হয়ে ওঠে। বহু বছরের পুরনো ক্ষতটা তাজা হয়ে যায়। সেই ক্ষতের উপর প্রলেপ দিতে তারা ছুটে বেড়ায় শহীদ মিনারে। মাগফিরাত কামনা করে শহীদদের। কিন্তু এবারের একুশ আরও বড় বেদনাদায়ক হয়ে রইল। একুশের প্রথম প্রহর আসার কিছুক্ষণ আগে আগুন কেড়ে নিল তাজা অনেক প্রাণ। আপনজন হারানোর বেদনায় ভারাক্রান্ত অনেকের মন। তাদের বেদনায় শরিক হয়েছে পুরো দেশ। পুরান ঢাকার চকবাজারের চৌহাট্টি এলাকায় ঘটে যাওয়া ভয়াবহ দুর্ঘটনায় ভারাক্রান্ত হয়ে আছে তাসমান সাগরপাড়ের দেশ নিউজিল্যান্ডে অবস্থানরত টাইগারদের মনও।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শেষ করে টেস্ট সিরিজের জন্য প্রস্তুতিতে ছিল টাইগাররা। কিন্তু গতকাল ভোর হতে না হতেই তারা শুনলেন ভয়াবহ অগ্নিকােন্ডর কথা। নিজেদের উথলে ওঠা আবেগ ধরে রাখতে পারেননি তামিমরা। ওপেনার তামিম ইকবাল ফেসবুকে লিখেছেন, ‘চকবাজারে নিহত-আহত ব্যক্তিদের জন্য প্রার্থনা।’ পাশাপাশি তিনি নিহত মানুষের স্বজনদের শোক সইবার শক্তি দিতে আর আহত ব্যক্তিদের দ্রুত আরোগ্য লাভের জন্য প্রার্থনা করেছেন। ভয়াবহ দুর্ঘটনার খবর শুনে শোকে স্তব্ধ কাটার মাস্টার মোস্তাফিজও। নিউজিল্যান্ড থেকেই খোঁজ নিচ্ছেন অবস্থার। মোস্তাফিজ মিডিয়াকে বলেন, ‘খবরটা শোনার পর থেকেই খুব খারাপ লাগছে, এত মানুষ মারা গেল! নিহতদের আত্মার মাগফিরাত কামনা করি। আর যারা হাসপাতালে, তাদের জন্য  দোয়া করি। এমন মর্মান্তিক দুর্ঘটনা থেকে আল্লাহ যেন আমাদের রক্ষা করেন, সে দোয়াও করি।’ কিউইদের বিপক্ষে শেষ ম্যাচে নিজের প্রথম সেঞ্চুরি পাওয়ার পর সাব্বির রহমান ফুরফুরে মেজাজেই ছিলেন। কিন্তু চকবাজারের ঘটনা তাকেও বিষাদময় করে তুলেছে। তিনি বলেন, ‘এতগুলো মানুষ মারা  গেল, খুব খারাপ লাগছে! যারা আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন, দোয়া করি তারা যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন। সৃষ্টিকর্তা আমাদের এ ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা করুন।’ বিপিএলে অসাধারণ পারফরম্যান্স করে নিউজিল্যান্ড সফরের দলে স্থান করে নিয়েছিলেন তাসকিন আহমেদ। ইনজুরির কারণে শেষ মুহূর্তে আর যাওয়া হয়নি তার। অগ্নিকাে র ঘটনার পর তিনি দেশের সবাইকে আহতদের সাহায্যে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘এই মুহূর্তে যারা ঢাকা  কেন্দ্রীয় শহীদ মিনার বা এর আশপাশে অবস্থান করছেন তারা দয়া করে ঢাকা মেডিকেলে চলে যান। চকবাজার অগ্নিকাে  আহতদের প্রচুর রক্ত লাগছে। চলুন রক্ত দিয়ে অর্জিত এই ভাষা দিবসে রক্ত দিয়ে জীবন বাঁচাই।’

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর