বৃহস্পতিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

চিটাগাং ওপেন শুরু ৬ মার্চ

ক্রীড়া প্রতিবেদক

ভাটিয়ারী গলফ এন্ড কান্ট্রি ক্লাবে ৬ মার্চ থেকে শুরু হচ্ছে ‘সিটি ব্যাংক আমেরিকান এক্সপ্রেস তৃতীয় চিটাগাং ওপেন আন্তর্জাতিক গলফ টুর্নামেন্ট’। প্রফেশনাল গলফ ট্যুর অব ইন্ডিয়া (পিজিটিআই) ও বাংলাদেশ প্রফেশনাল গলফার্স অ্যাসোসিয়েশন (বিপিজিএ) যৌথভাবে আয়োজন করছে। এই টুর্নামেন্টে যুক্তরাষ্ট্র, ভারত, শ্রীলঙ্কা ও বাংলাদেশ মিলে মোট ১২৬ জন পেশাদার গলফার অংশ নেবেন এই টুর্নামেন্টে। এরমধ্যে ৭৮ জন পিজিটিআইয়ের গলফার এবং ৪৮ জন বাংলাদেশি গলফার প্রতিদ্বন্দ্বিতা করবেন। টুর্নামেন্টে মোট প্রাইজমানি ৪৭ লাখ ৪০ হাজার টাকা। গতকাল রাজধানী ঢাকায় অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে বিপিজিএ-র প্রেসিডেন্ট লে. কর্নেল (অব.) খন্দকার আব্দুল ওয়াহেদ বলেন, ‘আমরা অত্যন্ত আনন্দিত যে তৃতীয়বারের মতো এই টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে বিজিসিসি। এতে আমাদের সর্বাত্মক সহযোগিতা থাকবে।’

টুর্নামেন্টের টাইটেল স্পন্সর সিটি ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর শেখ মোহাম্মদ মারুফ বলেন, ‘বাংলাদেশের পেশাদার গলফের উন্নয়নে সিটি ব্যাংক সব সময়ই অবদান রাখছে। আমাদের এই সহযোগিতা অব্যাহত থাকবে। এমন টুর্নামেন্টের মাধ্যমেই তো স্থানীয় তরুণ গলফাররা আরও উজ্জীবিত হবে।’

সর্বশেষ খবর