বুধবার, ১ মে, ২০১৯ ০০:০০ টা

সাকিবের সমালোচনায় ক্ষেপেছেন শিশির

বিশ্বকাপ দলের জার্সি উন্মোচন ও অফিশিয়াল ফটোসেশনে ছিলেন না সাকিব আল হাসান। বিসিবি সভাপতি নাজমুল হাসান বলেছেন, তার কপাল খারাপ।বিষয়টিকে দুঃখজনক বলেও মন্তব্য করেছেন বোর্ড সভাপতি। সাকিবের এমন আচরণে সামাজিক যোগাযোগ মাধ্যমেও আলোচনা-সমালোচনা হয়েছে। সাকিবকে নিয়ে নিউজও হয়েছে। তবে এসব আলোচনা-সমালোচনা ও নিউজ পছন্দ হয়নি তার স্ত্রী উম্মে আহমেদ শিশিরের। গতকাল ফেসবুকে কড়া ভাষায় সাংবাদিকদের সমালোচনা করেছেন শিশির। তিনি গতকাল ফেসবুকে নিজের (সাকিব উম্মে আল হাসান) পেজে এক স্ট্যাটাসে লিখেছেন, ‘সাংবাদিকদের নিয়ে আমার বলার কিছু নেই, কেন তারা সাকিব আল হাসানকে এত ঘৃণা করে। আমার ধারণা আমাদেরই দোষ। আমরা তাদের ডিনার বা লাঞ্চে দাওয়াত দিইনি, কিংবা তাদের সঙ্গে ঘণ্টার পর ঘণ্টা কথা বলে তোষামোদ করিনি কিংবা তাদের দলের ভিতরের খবর দিইনি। সাকিব জীবনের এ পর্যায়ে এসেছে কঠোর পরিশ্রম করে। ছোটবেলা  থেকে সে বিকেএসপিতে পরিশ্রম করেছে, শুধু ক্রিকেটে মনোযোগ দিয়েছে। সে অভিনয় শেখেনি কিংবা মানুষের সহানুভূতি নিয়ে খেলা করাও শেখেনি। এখন মনে হচ্ছে সেটা শিখলেই ভালো করত। হয়তো এ কারণেই সে খুব একটা ইতিবাচক মানুষ না। যাই  হোক সে নিজের ভালো কাজগুলো ফুলিয়ে ফাঁপিয়ে  দেখিয়ে মানুষকে খুশি করতে চায় না এবং মানুষের আগ্রহের কেন্দ্রে থাকতে চায় না।’ কেন সাকিব জার্সি উন্মোচন ও ফটোসেশনে থাকতে পারেননি তার ব্যাখ্যা দিয়ে শিশির লিখেছেন, ‘এখন আলোচনার বিষয় হলো সে কেন বিশ্বকাপের ফটোসেশনে ছিল না। প্রথমত সে এখানে যেতে পারেনি কিন্তু সেটা ইচ্ছে করে নয়। কারণ তাকে যে  মেসেজ পাঠানো হয়েছিল সেটা ভুল বুঝেছে সে। এর পর সে দায়িত্বপ্রাপ্তদের কাছে ক্ষমা চেয়েছে। আমরা দুঃখিত সে ঘটনা ভিডিও করে রাখিনি।’

সর্বশেষ খবর