মঙ্গলবার, ৭ মে, ২০১৯ ০০:০০ টা

পারবে কি লিভারপুল

দ্বিতীয় পর্ব

ক্রীড়া ডেস্ক

পারবে কি লিভারপুল

‘আমি অনুমান করতে পারি কতটা কঠিন হতে পারে ম্যাচটা। সত্যি বলতে আমাদের গোল করার আগে নিশ্চিত করতে হবে বার্সেলোনা যেন গোল করতে না পারে।’ গতকাল ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে কথাগুলো বলছিলেন লিভারপুল কোচ জার্গেন ক্লপ। কিন্তু বার্সেলোনার আক্রমণভাগকে রুখে দেওয়া কী সত্যিই সম্ভব! বিপরীতে আরও চারটা গোল করা! প্রায় অসম্ভব এই কাজটাই আজ এনফিল্ডে করতে হবে লিভারপুলকে। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের দ্বিতীয় লেগ খেলতে নামছে লিভারপুল-বার্সা। প্রথম লেগে ন্যু ক্যাম্পে কাতালানদের কাছে ৩-০ গোলে হেরেছিল লিভারপুল।

বার্সেলোনা চলতি মৌসুমে ইংল্যান্ডের মাটিতে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ খেলতে গিয়ে জয় নিয়ে বাড়ি ফিরেছে দুইবার। টটেনহ্যামকে হারিয়েছে ৪-২ গোলে। ম্যানইউকে হারিয়েছে ১-০ গোলে। এবার লিভারপুলের পালা। আজ বার্সেলোনা জিতলে দারুণ একটা রেকর্ডই করবে। এর আগে ইউরোপিয়ান প্রতিযোগিতায় কোনো ক্লাবই এক মৌসুমে ইংল্যান্ডের মাটিতে তিনটা ম্যাচ জিততে পারেনি। কাতালানরা এই ইতিহাস গড়তে পারবে কি না বলা কঠিন। তবে আজ ড্র করলেও বার্সেলোনার ফাইনাল নিশ্চিত। মোহাম্মদ সালাহ এবং ফিরমিনোহীন লিভারপুল অনেকটা নখদন্তহীন শ্বাপদে পরিণত হয়েছে। দলের তারকা এখন স্যাডিও মানে। তার উপরই সব দায়িত্ব বর্তেছে।

লিভারপুল গত মৌসুমে রানার্সআপ হয়েছিল চ্যাম্পিয়ন্স লিগে।

সর্বশেষ খবর