টেস্ট ক্রিকেটে মুশফিকুর রহিম তিনটি ডাবল সেঞ্চুরি করেছেন। বাংলাদেশের এ উইকেটকিপার-ব্যাটার টাইগারদের মধ্যে সবার আগে ডাবল সেঞ্চুরি করার ইতিহাস গড়েছেন। ২০১৩ সালে গলে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ২০০ রানের ইনিংস খেলেন। ২০০৫ সালে ইংল্যান্ডের বিপক্ষে লর্ডসে বাংলাদেশের সাবেক এ অধিনায়কের অভিষেক হয়। বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে তিনিই প্রথম শততম টেস্ট খেলবেন।