দুই ম্যাচে বাংলাদেশ ১৬ গোল হজম করেছে। প্রথম ম্যাচে ৮-২, পরেরটা ৮-০। তিন ম্যাচের সিরিজে হকিতে আজ পাকিস্তানের বিপক্ষে শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ। টানা দুই ম্যাচ জিতে বিশ্বকাপ হকির বাছাই পর্বও নিশ্চিত করেছে পাকিস্তান। শেষ ম্যাচে ঘুরে দাঁড়াতে পারবেন কি রেজাউলরা? সত্যি বলতে কি, খেলার ফল আগাম বলা না গেলেও লাল-সবুজের দল যে হোয়াইটওয়াশ হতে চলেছে, তা নিশ্চিত। বাংলাদেশের জয় নয়, ড্র করলেও তা হবে বড় ঘটনা। অপেক্ষা শেষ ম্যাচে পাকিস্তান কত গোলে জিতবে? তারা ৩-এর নামতা অনুসরণ করেই কি তিন আটে চব্বিশে গোলের সংখ্যা করবে? বাংলাদেশের অসহায় দৃশ্য দেখে অনেকে বলছেন, পাকিস্তান একসঙ্গে দুটি কাজ করছে। এক. বিশ্বকাপ বাছাই পর্ব নিশ্চিত, আরেকটি প্রতিপক্ষ দলকে তিন ম্যাচে ৩-এর নামতা শেখাচ্ছে। দুই ম্যাচে রীতিমতো উড়ে গেছেন স্বাগতিকরা। জাতীয় দলের সাবেক অধিনায়ক ও কোচ মামুন উর রশীদ সিরিজের আগেই বলেছিলেন, ‘প্রস্তুতি দেখে মনে হচ্ছে ম্যাচের আগেই হেরে গেছে বাংলাদেশ। বাস্তবে তাই তো হচ্ছে। পাকিস্তানের শক্তি কেমন তা কারও অজানা নয়। অথচ প্রস্তুতির ঢিলেমিতেই বলে দিচ্ছে পাকিস্তানকে হারাবে এ আত্মবিশ্বাস কারও নেই। তাই জগাখিচুড়ি অবস্থা।’ মামুন যে ভুল বলেননি তা তো মাঠেই প্রমাণ করছে বাংলাদেশ।